বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১০:২৬

বিশ্বের সর্ববৃহৎ ডিম, দাম ৬৪ লাখ

বিশ্বের সর্ববৃহৎ ডিম, দাম ৬৪ লাখ

এক্সক্লুসিভ ডেস্ক : ঘোড়ার ডিম না। এটি বিলুপ্তপ্রায় এলিফ্যান্ট বার্ড প্রজাতির পাখির বিশালাকায় একটি ডিম নিলামে ৫০ হাজার পাউন্ড বা বাংলাদেশী মুদ্রায় ৬৪ লাখ টাকার চেয়েও বেশি দামে বিক্রি হতে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি এখন পর্যন্ত পাওয়া ‘বিশ্বের সর্ববৃহৎ ডিম’। দৈর্ঘ্যে ১ ফুট লম্বা এ ডিমটি আকৃতিতে এতোটাই বড় যে এর অভ্যন্তরে ৭টি উটপাখির ডিম, ১০০টি মুরগির ডিম ও ১২ হাজারটি হামিংবার্ডের ডিমের সমান উপাদান রয়েছে।

ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সে সামার প্লেস অকশন্স এ নিলামের আয়োজন করবে। ওয়েস্ট সাসেক্সের বিলিংসহার্স্টে আয়োজিত এ নিলামে ডিমটি ৩০ হাজার থেকে ৫০ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে ধারণা করছে নিলাম সংস্থাটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে