বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৬:১২

চুরি করতে এসে ঘুমিয়ে পড়লো চোর!

চুরি করতে এসে ঘুমিয়ে পড়লো চোর!

এক্সক্লুসিভ ডেস্ক : চুরি করা শেষে সবসময় যে চোরেরা শুধু পালিয়ে যাবে এমন কোন কথা নেই। কোন কোন চোর আছে যারা চুরি করতে এসে ঘুমিয়েও পড়ে। হ্যাঁ, চুরি সংক্রান্ত ঠিক এমন একটি মজার ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সারাসোটা শহরে। সূত্রঃ হাফিংটন পোস্ট

আর সব দিনের মালিকের ঘরদোড় পরিষ্কার করছিলেন বাড়ির কাজের মহিলা। হঠাৎ বেডরুমে আবিষ্কার করেন এক ছিঁচকে চোরকে। যে একব্যাগ স্বর্ণালঙ্কার চুরি করে পালানোর বদলে বরং ঘুমিয়ে ছিল বিছানায়।

মহিলা দ্রুত ছুটে গেলো রুমের বাইরে। তারপর আরো কয়েজনকে ডেকে এনে দুর্লভ এই মুহূর্তটার ছবি নিতে শুরু করলো। তবুও ঘুম থেকে জাগার নাম নেই চোরের।

পরে ঘুম থেকে জাগার পর চোরকে পুলিশে দেন বাড়ির মালিক।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে