বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৮:১২

বিশ্বের সবচেয়ে লম্বা ‘জিভ’ যার

বিশ্বের সবচেয়ে লম্বা ‘জিভ’ যার

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী এক যুবক, যিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছেন। আমেরিকার বাসিন্দা তিনি। বয়স তার ২৪।

বিশ্বে সবচেয়ে লম্বা জিভের মালিক নিক স্টোয়েবার্ল। যার দৈর্ঘ্য  ১০.১ সেন্টিমিটার!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০১৫-এর তালিকায় স্থান করে নিলেন জিভের মালিক নিক স্টোয়েবার্ল। নিক কমেডি শিল্পী আর জিভকে ঘিরে সাধারণ মানুষের কৌতুহল বেশ ভালোমতোই উপভোগ করেন।

নিক স্টোয়েবার্ল বলেছেন, আমি তো আমার জিভ দিয়ে নাকও চেটে ফেলি। কনুইতেও জিভ দিতে পারি। তবে একটা অসুবিধাও রয়েছে। আর হলো সকালে ঘুম থেকে উঠে জিভ পরিষ্কার করতে একটু বেশিই সময় লেগে যায়।

জিভ দিয়ে ব্রিট স্টিফেন টেলরের রেকর্ড ভেঙেছেন নিক।  ৯.৮ সেন্টিমিটার লম্বা জিভ নিয়ে ২০০২-এ গিনেস রেকর্ডে নাম উঠেছিল তার। এখন তিনি নয়া রেকর্ডের মালিক। সূত্র : এবিপি
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে