বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৮:৩১

রসুনের উপকারী গুনাগুণ

রসুনের উপকারী গুনাগুণ

এক্সক্লুসিভ ডেস্ক: রসুনের গন্ধ পছন্দ অনেকের কাছেই অপছন্দ। এড়িয়ে চলেন দারুণ পুষ্টিগুণের এই ঔষধি মসলাটি। কী উপকার আছে রসুনে জেনে রাখুন। হয়তো গন্ধ এড়িয়ে এতে রসুনের ব্যবহার কিছুটা হলেও বাড়বে।

রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রাকৃতিক এন্টিবায়োটিকের কাজ করে এটা। মাথাব্যথা দূর করতে সাহায্য করে। শীতের সময় কিছুটা হলেও উষ্ণ রাখে। রোগ প্রতিরোধের কার্যকারিতা বাড়ায়। ক্ষতিকর ক্যান্সার সেল ধ্বংস করে।

গ্যাংগ্রিন প্রতিরোধে সহায়তা করে। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফোড়া ও ফাঙ্গাস প্রতিরোধে সহায়ক। জমাট রক্ত পরিষ্কারে সাহায্য করে। শ্লেষ্মা পরিষ্কার করে। শ্বাসকষ্ট কমাতে দারুণ সহায়ক। কীটপতঙ্গের কামড় সারাতেও সহায়তা করে রসুন। -ইন্টারনেট

১২ অক্টোবর ২০১৪/এমটিনিউজ২৪/আল-আমিন/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে