বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২০:৫৮

শরীরে যা থাকলে বৃদ্ধ হয় দেরিতে

শরীরে যা থাকলে বৃদ্ধ হয় দেরিতে

এক্সক্লুসিভ ডেস্ক : যেসব মানুষের শরীরে তিল বেশি থাকে অর্থাৎ ১০০টিরও বেশি তিল থাকে তাদের চামড়া কুঁচকায় তুলনামূলক দেরিতে। তা ছাড়া তিলওয়ালা মানুষের শরীরের হাড়ও শক্ত থাকে। লন্ডনের কিংস কলেজের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তাদের হালনাগাদ গবেষণায় দেখা গেছে, যেসব মানুষের শরীরে ১০০টিরও বেশি তিল আছে তাদের শরীরে কম তিলওয়ালা মানুষের তুলনায় কম অস্টিওপরোসিস দেখা দেয়।

কেনো? দেখা গেছে, বেশি তিলওয়ালা মানুষের শরীরে থাকে দীর্ঘতর telomeres,  যা সব জীবকাষের বা উদ্ভিদকোষের সূক্ষ্ম তন্তুবিশেষ বস্তু ক্রোমোজোমের শেষ ভাগে আঁটি বাঁধা ডিএনএ আকারে পাওয়া যায়। আর আমরা যে হারে বুড়ো হই তার ভালো জৈবিক সূচক হচ্ছে এই টেলোমিয়ারস। এই গবেষক দলের নেতা ড. ভেরোনিক ব্যাটেইলি জানান, তিলওয়ালা মানুষের মেলানোমা হওয়ার সম্ভাবনা তুলনামূলক একটু বেশি। তবে তাদের বৃদ্ধ হয়ে যাওয়ার কাজটি চলে একটু ধীরগতিতে।

২৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে