বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২২:৪০

মুহূর্তেই ধূলিসাৎ ১২ তলা ভবন

মুহূর্তেই ধূলিসাৎ ১২ তলা ভবন

এক্সক্লুসিভ ডেস্ক : ভিডিওটি দেখলে মনে হবে কোনো হলিউডে এনিমেশান মুভি দেখছেন। বিমান হামলার বিকট একটা শব্দ মুহূর্তেই মাটিতে মিশে গেল একটি ১২তলা ভবন। না এটি মুভি নয় বা বাংলাদেশের রানা প্লাজা নয়। বাস্তবে এ ঘটনার ভবনটি ছিল ফিলিস্তিনের গাজায়।

২৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে কিভাবে ইসরাইলি হামলায় ধূলিসাৎ হয়ে গেছে গাজার ওই ভবন।

ধসে যাওয়া ভবনটির নাম ছিল জাফের টাওয়ার। ইসরাইলের দাবি, ওই ভবনের অভ্যন্তরে একটি রুমে হামাসের কার্যক্রমকে লক্ষ্য করেই চালানো হয়েছিল মিসাইল হামলা। কিস্তু গোটা ভবনটি ধসে পড়ার কোন সুষ্ঠ ব্যাখ্যা নেই দিতে পারেননি তারা।

গাজা পুলিশ জানাই, মিসাইল ছোড়ার ৫ মিনিট আগে একটি সতর্কতা দিয়েছিল ইসরাইল। এতে কিছু মানুষ বের হতে পারলেও আহত হয় ১১ শিশু ও ৫ মহিলাসহ ২২ জন মানুষ।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় বাস্তুহারা হয়েছে কয়েক লাখ মানুষ। ধ্বংস্তূপে পরিণত হয়েছে ১৭ হাজার বসতবাড়ি। তবে শনিবারের হামলায় এই প্রথম কোনো উঁচুতল ভবনই ধসে পড়তে দেখা গেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে