সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৩:৪০:১১

বাড়িতে বাথরুম নেই, তাই বিয়ের আসরেই বর বদল করল বধূ

বাড়িতে বাথরুম নেই, তাই বিয়ের আসরেই বর বদল করল বধূ

এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ের আয়োজন। সব ঠিক ঠাক। অল্প কিছুক্ষণের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সারা হবে। কিন্তু এরমধ্যে হঠাৎ করেই বিয়ে ভণ্ডুল। মানে বিয়ের আসরেই বর বদল করে অন্য একজনকে বিয়ে করেন বিয়ের পাত্রী! কেন জানেন?

বাধরুম! মানে শ্বশুর বাড়িতে বাথরুম সমস্যার কারণে বিয়ের আসরেই বর বদল করেছেন ওই যুবতী। ঘটনাটি উত্তর প্রদেশে ঘটেছে। এ ঘটনায় ব্যাপব চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে নেহা নামের এক যুবতীর বিয়ে ঠিক হয় উত্তর প্রদেশের এক যুবকের সাথে। কিন্তু শ্বশুরবাড়িতে শৌচাগার নেই। ফলে সেখানে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। এই কথা জানিয়ে শৌচাগারের দাবিতে এ বিয়ে থেকে পিছিয়ে এল নেহা নামে এই যুবতী।

এই নেহাই সাহস দেখিয়ে বিয়ে ভেঙে নতুন বিয়ে করেছেন লখনৌ-এর বাসিন্দা নেহাকে গণবিবাহের মাধ্যমে বিয়ে দিতে চেয়েছিল একটি স্বেচ্ছাসেবি সংস্থা। রোববার বিয়ে হওয়ার কথা ছিল। তবে তা ভেঙে যায় নেহার প্রতিরোধে।

নেহাকে শ্বশুর বাড়ির লোকেরা আশ্বাস দিয়েছিল যে বিয়ের আগেই বাড়িতে শৌচাগারের ব্যবস্থা করে দেবে। নেহার কথায়, ‘ওরা বলেছিল শৌচাগার তৈরি করবে। কিন্তু তা করেনি’। আর তাই বধূর বেশে সেজেও বিয়ে থেকে পিছিয়ে এসেছে সে।

আরো জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ্ব ভারত অভিযানকে আমাদের সবার এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সকলের বাড়িতে শৌচাগার মৌলিক প্রয়োজনের মধ্যে পড়ে।

জানা গেছে, যার সঙ্গে নেহার বিয়ে হওয়ার কথা ছিল, তাকে ছেড়ে অন্য একটি যুবককে সেই গণবিবাহের আসর থেকেই বিয়ে করে সে। কারণ, তাদের বাড়িতে আগে থেকেই শৌচাগার রয়েছে।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে