বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৮:৪১

যে গ্রামে থাকেন শুধু সুন্দরীরাই

যে গ্রামে থাকেন শুধু সুন্দরীরাই

এক্সক্লুসিভ ডেস্ক: এমন একটি গ্রাম যেখানে শুধু সুন্দরী মহিলারাই বাস করেন। কোনও পুরুষ এই গ্রামের বাসিন্দা নন। কোথায় এই গ্রাম? দক্ষিণ-পূর্ব ব্রাজিলের নোওয়া ডে করডেরিয়ো গ্রাম। যেখানে বাস করেন ৬০০-রও বেশি মহিলা-যুবতী। তাঁদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

কী ভাবে এতজন মহিলা এলেন এই গ্রামে? ১৮৯০ সালে এক মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। এর পরই শ্বশুরবাড়ি ছেড়ে এখানে চলে আসেন তিনি। এ সময় এই এলাকায় বিস্তীর্ণ ময়দান এবং একটি চার্চ ছিল। তার পর সেখানেই বসবাস শুরু করেন ওই মহিলা।

অন্য মহিলারা এ ব্যাপারে জানতে পারলে, তারাও সেখানে এসে বসবাস করতে শুরু করেন। চার্চের লোকেদের সঙ্গে মিলে ঘর-বাড়িও তৈরি করে ফেলেন তাঁরা। এখানে এমন মহিলারাই আসেন, যারা পুরুষদের ঘৃণা করেন, একা থাকতে চান, বিয়ে করতে চান না বা একাই নিজের সন্তানকে বড় করতে চান।

এখানে মহিলা এবং যুবতীরা মিলে চাষ-সহ প্রয়োজনীয় সমস্ত কাজই একা হাতে করেন। আবার কেউ কেউ নিজের পছন্দের পুরুষসঙ্গীকে তার সঙ্গে থাকার জন্য আমন্ত্রণও জানাতে পারেন। সপ্তাহে এক বার তাদের পুরুষ সঙ্গী ২ দিনের জন্য থাকতে আসতে পারেন।

এই গ্রামে বসবাসকারী সকল মহিলা এবং যুবতীই অত্যন্ত সুন্দরী। এখানে বসবাসকারী যুবতীরা বিবাহপোযোগী হয়ে গেলে পুরুষ সঙ্গীর খোঁজ করেন। তবে বিয়ের পর তারা এই গ্রাম ছেড়ে যেতে চান না। তাই, এমন সঙ্গীর খোঁজই করেন, যারা তাদের ওই গ্রামে থাকতে দেবেন। আপাতত ৬০০ জনের মধ্যে ৩০০ জন মহিলা যোগ্য পুরুষদের বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। যারা তাদের শর্তে রাজি হবে, তাদের সঙ্গেই বিয়ে করবেন তারা।

২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে