সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৮:৫৩:৩২

আরো অন্তত ৪ বার ৮ মাত্রায় কেঁপে উঠবে সারা বিশ্ব : ভূ-বিজ্ঞানী

আরো অন্তত ৪ বার ৮ মাত্রায় কেঁপে উঠবে সারা বিশ্ব : ভূ-বিজ্ঞানী

এক্সক্লুসিভ ডেস্ক : গত ৪৮ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ৫টি বড় ভূমিকম্প হয়ে গেল। জাপান, মায়নমার, ইকুয়েডর, ফিলিপিন্স এবং পাকিস্তান-আফগানিস্তানে। অন্তত কয়েক শ' মানুষ মারা গিয়েছেন এই কম্পনে। আহত হয়েছেন বহুলোক। ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। কিন্তু এটা নাকি সবে শুরু। শীঘ্রই অন্তত ৪টি মেগা ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করেছেন ভূ-বিজ্ঞানী রজার বিলহ্যাম।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ভূ-বিজ্ঞানী রজার জানিয়েছেন, গত বছর নেপালে ভূমিকম্পের প্রকোপ দেখেছিল গোটা বিশ্ব। কয়েক মিনিটের প্রাকৃতিক বিপর্যয় কী ভয়ানক প্রভাব ফেলতে পারে তাও ভালোই জানা হয়ে গিয়েছে। তার পর থেকেই ক্রমশ ভূমিকম্পের পরিমাণ বেড়েছে। বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ফিলিপিন্স, মায়ানমার, জাপান, চীন, আফগানিস্তান, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশে বার বার ভূমিকম্প হয়েছে। কখনো ছোট, কখনো বড়। তবে এ সব শুধুমাত্র পূর্বাভাস। রজার আশঙ্কা করছেন, রিখটার স্কেলে অন্তত ৮ মাত্রার বড় বড় চারটি ভূমিকম্প খুব শীঘ্রই সারা বিশ্ব কাঁপিয়ে দিতে পারে।

তিনি আরো জানিয়েছেন, এই মেগা ভূমিকম্প হতে যত দেরি হবে এর শক্তি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তত বেশি হবে। কারণ ক্রমশ এটা শক্তি বাড়াতে থাকবে এবং অবশেষে আছড়ে পড়বে দ্বিগুণ মাত্রায়। কেন হচ্ছে এত বেশি মাত্রায় ভূমিকম্প? রজার এটাকে 'রিং অফ ফায়ার' বলছেন। এটা হঠাত্‍ করে শুরু হয়নি। এ বছরের প্রথম থেকেই সারা বিশ্বে অত্যাধিক মাত্রায় ভূকম্পন বেড়ে গিয়েছে। তিনি আরো মনে করিয়েছেন, সারা বিশ্বে এ মুহূর্তে আগ্নেয়গিরিও খুব সক্রিয় হয়ে উঠেছে। ৩৮টি আগ্নেয়গিরি এ মুহূর্তে অগ্নোত্‍পাত ঘটাচ্ছে। সব মিলিয়ে চিত্রটা এক দিকেই ইশারা করছে যা রীতিমতো ভয়ানক।-টাইমস অফ ইন্ডিয়া
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে