মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০৪:৩৫:০১

যে ৯টি বিষয়ে বাঙালি মেয়েদের কখনো আপস করা উচিত নয়

 যে ৯টি বিষয়ে বাঙালি মেয়েদের কখনো আপস করা উচিত নয়

এক্সক্লুসিভ  ডেস্ক : ‘‘একটু মানিয়ে চল’’-গোত্রের কথা বলে এই দেশের মেয়েদের বড় করে তোলা হয়। কিন্তু কেন এটা হবে? ছোট থেকেই কেন আপস করে চলার শিক্ষা দেওয়া হবে মেয়েদের? অন্তত কয়েকটি বিষয়ে বোধহয় আপস না-করাই ভাল।

১. ক্যারিয়ার— কে জীবনে কি করবেন, সেটা পুরোপুরি নির্ভর করা উচিত নিজের পছন্দ এবং ইচ্ছার উপর। কেউ চাকরি করতে চাইলে তাঁকে জোর করে রাঁধুনি কাম গৃহবধূ করে তোলার চেষ্টা অন্যায়।

২. ‘হবি’ বা ‘শখ’ মেয়েদের জন্য সময়ের অপচয়। এই ধরনের কথা শুনলে সাথে সাথেই প্রতিবাদ করুন।

৩. অন্য শহর বা দেশে চাকরি পেলে বাদ দিয়ে দিন। ‘‘তুই পারবি না’’-গোত্রের কথা বললে কানে তুলবেন না। মেয়েরা পারে না, এমন কাজ নেই।

৪. বিয়ে মানেই হোমমেকার, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। মনে রাখুন, মেয়েরাই পারে একহাতে ঘর এবং অফিস সামলাতে।

৫. বিয়ে হলেই পড়াশোনা বন্ধ, সে কথা কে বলেছে! যদি কেউ বলে থাকেন, তা হলে তাঁকে সমাজচ্যুত করার উদ্যোগ নিন।

৬. সন্তান মানেই জীবন শেষ? কে বলল! দায়িত্ব বৃদ্ধি মানেই তো জীবনের নতুন অধ্যায়ের সূত্রপাত।

৭. কর্মরতা মা হলে সন্তানদের সামনে নিজের ভাবমূর্তি অন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন। এ ক্ষেত্রেও আপস করবেন না।

৮. নিজের জোরে রোজগার করছেন। তাই খরচটাও নিজের ইচ্ছায় করুন।

৯. মনে রাখুন, ‘‘পুরুষের কাজ’’ বলে কিছু নেই। এই মনোভাবটা জিইয়ে রাখুন।-এবেলা
১৯এপ্রিল২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে