মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০৭:৫৭:২৯

যে ৬টি কারণে সহজেই ভারতীয়রা রেগে যায়

 যে ৬টি কারণে সহজেই ভারতীয়রা রেগে যায়

এক্সক্লুসিভ ডেস্ক : 'রেগে গেলেন তো হেরে গেলেন' এটি শুধু কথার কথা নয়। দৈনন্দিন জীবনে মানুষ প্রতিনিয়তই কারনে অকারনে রাগছে । কখনো কারো কথায় রেগে যায় অাবার কখনো কারো আচরণে রেগে যায়। এমনই ৬ টি একান্তই কারণ আছে, যার জন্য ভারতীয়রা রেগে যায়। জেনে নিই রাগের অনুসঙ্গগুলো-

১. লম্বা ট্র্যফিক জ্যাম। একচুলও কিছু নড়ছে না ঘণ্টার পরে ঘণ্টা। আর আপনি ঘামে ভিজে যাচ্ছেন।

২. এটিএম-এর লম্বা লাইন। অহেতুক দেরি করছেন যখন কোনো লোক।

৩. ঘোর গ্রীষ্মে মধ্যরাতে লোডশেডিং।

৪. বউ যখন টিভির চ্যানেল হঠাৎ বদলে দেন।

৫. আপনার গাড়িকে পিছনের গাড়িটি যখন ওভারটেক করে। আর তার চালক আপনাকে দাঁত দেখায়।

৬. অফিস যাওয়ার সময়ে স্যান্ডো গেঞ্জি খুঁজে না পেলে।

 

১৯এপ্রিল২০১৬/এমটিনিউজ২৪.কম/এএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে