বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪১:৪৩

শিশুর বয়স ১০০!

শিশুর বয়স ১০০!

এক্সক্লুসিভ ডেস্ক : মাত্র ১২ বছর বয়সেই যেন ১০০ বছর পেরিয়ে গেছে হ্যালি ওকিন্স নামের এক বৃটিশ শিশু। প্রোগেরিয়া নামের এক ধরনের বিরল রোগে আক্রান্ত হওয়ায় তার এই অবস্থা। এই রোগে আক্রান্তদের শারীরিক গঠন ও চেহারা হয়ে যায় বৃদ্ধদের মতো।

শনিবার তার জিসিএসই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে সবকটি বিষয়েই সে উত্তীর্ণ হয়েছে। এ প্রসঙ্গে তার মা বলেন, ‘আমি ওর ফলাফলে খুব খুশি। আমি কখনোই ভাবিনি ও প্রাথমিক বিদ্যালয় পার হতে পারবে।’ তিনি আরো জানান, ফলাফল শুনে ওকিনসও খুশি হয়েছে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে সে আনন্দ করতে পারেনি।

জিসিএসইতে উৎরে গেলেও পৃথিবীতে বেঁচে থাকার লড়াইয়ে তাকে নামতে হয়েছে নতুন করে। যুক্তরাজ্যজুড়ে যখন জিসিএসই উত্তীর্ণ শিক্ষার্থীরা আনন্দ করছে তখন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ওকিনসকে নামতে হয়েছে রোগের সঙ্গে লড়াই করতে। যদিও চিকিৎসকরা বলে দিয়েছেন, ওকিনসের ১২ থেকে ১৩তে পা দেয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও তার মা-বাবার চেষ্টার শেষ নেই। হাজার হলেও বাবা-মা তো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে