মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০২:১০:১৫

সানগ্লাস পরে বাইক চালিয়ে বিশ্বকে তাক লাগাল এক কুকুর

সানগ্লাস পরে বাইক চালিয়ে বিশ্বকে তাক লাগাল এক কুকুর

এক্সক্লুসিভ ডেস্ক: সানগ্লাস পরে বাইক চালিয়ে ইরইমধ্যে তারকা খ্যাতি পেয়েছে সিডনি নামে এক কুকুর। আর  তার মালিকের নাম রেভল জেরানগান। মালিক নিজেই কুকুরটিকে প্রশিক্ষণ দিয়ে বাইক চালাতে শিখিয়েছে। প্রশিক্ষণের পর কুকুরটি এতটাই পটু হয়ে উঠেছে যে সে এখন ইন্দোনেশিয়ার সুলাওয়েসি শহরের ব্যস্ত রাস্তায় সানগ্লাস পড়ে নিয়মিত বাইক ড্রাইভ করে।

যদিও এ ঘটনার সমালোচনা করে বলা হচ্ছে, কুকুরকে দিয়ে এটা খুব বিপজ্জনক কাজ করা হচ্ছে। এটি অন্যায়। বাইক যেহেতু কুকুরটির নিয়ন্ত্রণে থাকে তাই যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তবে এ প্রসঙ্গে স্থানীয় গণমাধ্যমকে রেভল জেরানগান জানান, তিনি কুকুরটিকে সামনে বসিয়েছেন এবং তাকে দিয়ে বাইকের হ্যান্ডেল নিয়ন্ত্রণ করছেন, এটি কুকুরের জন্য অনেক বেশি নিরাপদ। তিনি পেছনে বসে সম্পূর্ণভাবে লক্ষ্য রাখতে পারেন কুকুরটির ওপর। তিনি সামনে বসলে পেছনের সিটে থাকা সিডনির দিকে খেয়াল রাখা সম্ভব নয়।
 ১৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে