মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০৩:১৪:৫০

রেকর্ড গড়ছেন এই কিশোর, লম্বা হয়েও পড়েছেন সমস্যায়!

রেকর্ড গড়ছেন এই কিশোর, লম্বা হয়েও পড়েছেন সমস্যায়!

হাফ ইঞ্চি কম লম্বা বলে ফস্কে গিয়েছে সরকারি চাকরি?
এক্সক্লুসিভ ডেস্ক : হাফ ইঞ্চি কম লম্বা বলে ফস্কে গিয়েছে সরকারি চাকরি? কিন্তু এখন অতিরিক্ত লম্বা হয়ে এখন পড়েছেন নানা সমস্যায়। তবে উচ্চতায় রেকর্ড গড়তে যাচ্ছেন- এটাই তো আনন্দের কথা!

বয়স এখনও ১৫ পার হয়নি। এই কিশোর বয়সেই দেখা দিয়েছে নানাবিধ সমস্যা। স্কুলের বেঞ্চে ঠিক ভাবে বসতে পারেনা, গাড়িতেও অসুবিধা হয় বসতে। বিছানায় শোয়ার ক্ষেত্রেও সমস্যা থাকলেও তার সমাধান করা গিয়েছে। ১৪ বছর বয়সে দরকার হয় ১৫ নম্বরের জুতো।

বহুমুখী সমস্যায় জর্জরিত এই কিশোর হল যশবন্ত রাউত। ছয় ফুট সাত ইঞ্চির যশবন্তের বাড়ির কেউই এমন দীর্ঘাঙ্গী নয়। বাবা পাঁচ ফুট পাঁচ, মা চার ফুট পাঁচ আর বোন পাঁচ ফুট। শুধু বাড়ি নয় স্কুলেও সে সকলের থেকে মাঝে তালগাছের ন্যায় দাঁড়িয়ে থাকে।

ভারতের মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা যশবন্তই সম্ভবত এই মুহূর্তে দেশের সবচেয়ে লম্বা কিশোর। নিজের উচ্চতা আট ফুট করে গিনেস বুকে নাম তোলাই এখন মূল লক্ষ্য দিল্লি নিবাসী এই স্কুল পড়ুয়ার। যদিও ১৮বছর বয়স না হওয়া পর্যন্ত তা সম্ভব নয়।

যশবন্তের দৈর্ঘ্য আরও ১৭ ইঞ্চি বাড়ার ক্ষেত্রেও কোনও প্রতিবন্ধকতা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। এত কিছুর মাঝে আরও একটি সমস্যা গভীরভাবে ভাবাচ্ছে যশবন্তকে। বিয়ের জন্য উপযুক্ত পাত্রী জুটবে তো?
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে