মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০৭:৪২:৪৫

আপনি কি জানেন, মানুষের শরীরের একমাত্র কোথায় প্যারালাইসিস হয় না?

আপনি কি জানেন, মানুষের শরীরের একমাত্র কোথায় প্যারালাইসিস হয় না?

এক্সক্লুসিভ ডেস্ক : আজকের দিন সবাই তো কত শরীর সচেতন। সবসময় নিজের পেটের ওজন কমাতে ব্যস্ত। খাওয়া-দাওয়ায়, কত নিয়ম কানুন। রূপচর্চার পিছনেও তো মেয়েদের পাশাপাশি ছেলেরাও কত সময় দেন। চটজলদি ওষুধ খাওয়ার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়াও ঠিকঠাক ওষুধ বাঁছেন অনেকে। অর্থাৎ শরীর নিয়ে অনেক কিছুই এখন আমাদের জানা। রোগ বা অসুখের বিষয়েও তেমন। তাহলে নিশ্চয়ই প্যারালাইসিস হতে দেখেছেন কারও। জানেনও নিশ্চয়ই এই রোগ হলে, কেমন হয়।

কিন্তু, জানেন কি, মানুষের শরীরের কোন অঙ্গে প্যারালাইসিস হয় না? আচ্ছা, বলে দিই, চোখ হল মানুষের শরীরের একমাত্র অঙ্গ যেখানে প্যারালাইসিস হতে পারে না। তাই তো চোখের কদর এত বেশি আমাদের কাছে। চোখ শুধু দেখার জন্যই নয়, আমাদের শরীরের অনেক বড় শক্তিও বটে।-জিনিউজ
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে