বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ১০:২০:৫৪

২০২৫ সালে পেট্রল-ডিজেল ছাড়াই চলবে গাড়ি!

২০২৫ সালে পেট্রল-ডিজেল ছাড়াই চলবে গাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক : গাড়ির জ্বালানি থেকে অনেক ক্ষেত্রে দূষণ হয়ে থাকে। আর এ জন্য মূলক দায়ী পেট্রল-ডিজেলের গাড়ি! তাই ২০২৫ সালের পর গাড়িতে আর এই জ্বালানি ব্যবহার করা হবে না। ফলে গাড়ি চলবে কিন্তু কোনোরকম দূষণ হবে না। একটি দেশের সব গাড়ি চলবে হাইড্রোজেন দিয়ে অথবা বিদ্যুতে। জানেন কি এটা কোন দেশ?

নেদারল্যান্ড হল এমন এক দেশ যেখানে সবথেকে বেশি পরিমাণে ব্যবহার হয় রিনিউয়েবল এনার্জি। এই দেশই প্রথম তৈরি করেছিল সৌর আলোকিত রাস্তা। আরও একবার দেশকে দূষণমুক্ত করতে রিনিউয়েবল এনার্জির সাহায্য নিল ডাচরা।

২০২৫ সালের  মধ্যে নেদারল্যান্ডে বন্ধ হয়ে যাবে সব ধরনের পেট্রল ও ডিজেল চালিত গাড়ি। রাস্তায় চলবে শুধু হাইড্রজেন চালিত গাড়ি বা বিদ্যুৎ চালিত গাড়ি। এমনই প্রস্তাব এনেছে নেদারল্যান্ডের লেবার পার্টি। যদিও লেবার পার্টির এই প্রস্তাবে অখুশি অনেকেই।

গাড়ি প্রস্তুতকারকদেরও প্রায় মাথায় হাত। লেবার পার্টির এই প্রস্তাব পাশ হয়ে গেলে নেদারল্যান্ডের রাস্তায় চলবে শুধু 'গ্রিন কার'।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে