বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ১০:২০:৫০

বলতে পারবেন, কোনটি আসল আর কোনটি নকল মোদী?

বলতে পারবেন, কোনটি আসল আর কোনটি নকল মোদী?

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন সিঙ্গাপুর। আর সেখানে গিয়েই তার দেখা হলো অারেক মোদীর সাথে! ওই মোদী তার অবিকল হলেও তিনি কিন্তু প্রধানমন্ত্রী নন। তাহলে কে?

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোমের মূর্তি তৈরি করেছে সিঙ্গাপুরের মাদাম তুসোয়। আর তা দেখতে তিনি সেখানে গিয়েছিলেন তিনি। ২৮ এপ্রিল এই মূর্তি উদ্বোধন হবে লন্ডনে মাদাম তুসোয়। মোদী থাকবেন ওবামা, ডেভিড ক্যামেরন, নেলসন ম্যান্ডেলাদের সঙ্গে এক সারিতে।

এ বছরের শুরুর দিকেই মোমের মূর্তির জন্য কারিগর এসে মাপ নিয়ে গিয়েছিল প্রধানমন্ত্রীর। এখন 'রেডি' মোমের মোদীর। গায়ে তার মোদীর সেই সিগনেচার ক্রিম রঙের কুর্তা। নিজের মূর্তির দেখে অভিভূত মোদি প্রশংসা করেন কারিগরের।

মোদী বলেন, 'মাদাম তুসোর কারিগররা যে কাজ করেন তা অসাধারণ। আমি ভাগ্যবান যে নিজের এই মূর্তির সামনে দাঁড়াতে পারছি।'
২১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে