বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ১২:৩১:২৫

ঘুমের মধ্যে মারা গেল ‘সবচেয়ে বৃদ্ধ’ সেই কুকুরটি

ঘুমের মধ্যে মারা গেল ‘সবচেয়ে বৃদ্ধ’ সেই কুকুরটি

এক্সক্লুসিভ ডেস্ক : একটি মুকুরের মৃত্যু নিয়ে হৈচৈ করার কি আছে? এটাই তো ভাবছেন! আসলে এটি অন্য কুকুরদের থেকে একদম আলাদা। এই কুকুরটিকে বিশ্বের সবচেয়ে বয়োবৃদ্ধ বলে দাবি করা হয়। এটির নাম ম্যাগি। বয়স হয়েছিল ৩০ বছর।

তবে মানুষের সাথে বয়সের তুলনায় ম্যাগির বয়স ১৩৩ বছর। অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার দুধের খামারি ব্রায়ান ম্যাকলারেন এই কেল্পি জাতের কুকুরটির মালিক ছিলেন।

ব্রায়ান ম্যাকলারেন স্থানীয় এক সংবাদপত্রকে জানিয়েছেন, রোববার যে ঝুড়ির মধ্যে ম্যাগি শুয়ে থাকতো সেখানেই ঘুমের মধ্যে তার মৃত্যু হয়।

তিনি বলেন, বয়স ৩০ হলেও গত সপ্তাহেও ম্যাগির শরীরে কোন সমস্যাই ছিল না। সে ঠিকই খামার থেকে হেঁটে আমার অফিসে এসেছিল এবং কুকুর বেড়াল বা অন্য কিছু দেখলে যেমন ঘেউ ঘেউ করে, তাও করেছিল।

তিনি আরও বলেন, তারপর দুদিনের মধ্যে তার শরীরর ভাঙতে থাকে। এসব দেখে আমি বলেছিলাম, ম্যাগির সময় বোধহয় ফুরিয়ে এলো।

ম্যাগিকে সবচেয়ে বয়োবৃদ্ধ দাবি করা হলেও আনুষ্ঠানিকভাবে তা স্বীকৃত না। ব্রায়ান ম্যাকলারেন বলছেন, ম্যাগির মালিকানার কাগজপত্র তিনি খুঁজে পাচ্ছে না।

তিনি বলছেন, তার ছোট ছেলে লিয়াম যখন চার বছরের তখন তিনি ম্যাগিকে বাড়িতে এনেছিলেন। লিয়ামের বয়স এখন ৩৪ বছর।

তবে আনুষ্ঠািনকভাবে সবচেয়ে বৃদ্ধ কুকুরটিও ছিল অস্ট্রেলিয়ায়। তার নাম ছিল ব্লুই। সে ১৯৩৯ সালে মারা যায়। তার তখন ছিল ২৯ বছর।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে