বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৬:০২:৪৯

এক মায়ের এক ছবি দেখলেন ৩৫ লক্ষ মানুষ, কি আছে সে ছবিতে?

এক মায়ের এক ছবি দেখলেন ৩৫ লক্ষ মানুষ, কি আছে সে ছবিতে?

এক্সক্লুসিভ ডেস্ক : আজকাল মা হওয়ার পরই অনেকেই তার বিসদৃশ চেহারা নিয়ে মনোকষ্টে ভোগেন। বুড়িয়ে যাচ্ছেন। সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে। এমন আরও অনেক কষ্টই তাদের মধ্যে দানা বাঁধতে থকে। বিশেষ করে পেটের ‘স্ট্রেচ মার্কস’ নিয়ে লজ্জা পান আজকালকার অনেক আধুনিক মা। কিন্তু, এমন মায়েদের সামনে সম্প্রতি দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন র‌্যাচেল হোলিস নামের এক মা।

সম্প্রতি তিন সন্তানের জননী র‌্যাচেল হোলিস তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার কয়েক মিনিটের মধ্যে ১০০০ শেয়ার হয়েছে। এখানেই শেষ নয়, মাত্র ৪ দিনে ৩৫ লক্ষ মানুষ দেখেও ফেলেছেন সেই ছবি। কী সেই ছবি?

র‌্যাচেল হোলিসের ঠিকানা মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায়। সম্প্রতি ছুটি কাটাতে গিয়েছিলেন মেক্সিকোর কানকানে। সেখানে তার বিকিনি পরিহিত একটি ছবি মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিলেন স্বামী ডেভিড। এখন এই ছবিই আলোড়ন ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

তিন সন্তানের জন্ম দেওয়ায় চেহারা খুবই বিসদৃশ হয়ে গিয়েছিল র‌্যাচেলের। প্রবল শরীরচর্চার মাধ্যমে মেদ ঝরিয়েছেন। ফের আগের চেহারায় ফিরেছেন তিনি। কিন্তু, পেটের স্ট্রেচ মার্কসগুলো দূর করতে পারেননি। তার মধ্যে অত্যধিক মাত্রায় মেদ ঝরানোয় পেটের চামড়া ঝুলে রয়েছে। এই চেহারার মধ্যেই বিকিনি পরে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন র‌্যাচেল।

র‌্যাচেলের এই সাহসিকতাই সকলের নজর কেড়েছে। তিন সন্তানের মা র‌্যাচেল নিজে একটি ব্লগ চালান। এছাড়াও মহিলাদের নিয়ে লিখেছেন একাধিক বই। মনন ও চিন্তায় এক্কেবারে সাম্প্রতিক তিনি।

র‌্যাচেলের মতে, মা-এর লজ্জা কিসের। তিনি তো সন্তানের জননী। বন্ধুমহলেও র‌্যাচেল তার সাহসী মানসিকতা ও চিন্তার জন্য যথেষ্টই জনপ্রিয়।

র‌্যাচেল তার বিকিনি পরা ছবির নিচে আবার লিখেছেন, ‘আমার শরীরে স্ট্রেচ মার্কসে ভর্তি, কিন্তু বিকিনি পরতে আমি ভয় পাইনি। ৩ সন্তানের মা হতে গিয়ে আমার পেটের চামড়া মোটা ও খসখসে হয়ে গিয়েছে। আমার পেটের চামড়া যে এভাবে ঝুলে যেতে পারে, তা কোনওদিন ভাবনাতেও ছিল না। তবে বিকিনি পরে আমি গর্বিত। এমনকী, আমার শরীরে সন্তানধারণের যে চিহ্নগুলো এখনও রয়ে গিয়েছে, তাতে আমি সন্তুষ্ট। কারণ ওই দাগগুলো বলে দেয়, আমি তিন সন্তানকে গর্ভে ধারণ করতে চেষ্টার কোনও কসুর করিনি। ’
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে