বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৭:২৭:২৮

এবার আলো ছাড়াই ঘুটঘুটে অন্ধকারে সব পরিষ্কার দেখতে পাবেন যেভাবে!

এবার আলো ছাড়াই ঘুটঘুটে অন্ধকারে সব পরিষ্কার দেখতে পাবেন যেভাবে!

এক্সক্লুসিভ ডেস্ক : ‌সাধারণত অন্ধকারে রাস্তায় চলাচল করতে সবারই কমবেশি কষ্ট হয়ে থাকে। তার জন্যই আমাদের নিতে হয় লাইট বা অালোর সাহায্য। কিন্তু এ খবর জানার পর আপনি অনন্দিত হবেন যে, এখন থকে আর অন্ধকারে রাস্তায় চলাচল করতে কোনো প্রকার আলোর প্রয়োজন হবে না! দিনের আলোর থেকে নাকি ভালো দেখা যাবে। তবে অন্ধকারে রাস্তা চলাচল করতে আলোর থেকেও বেশি সাহায্য করবে আপনার চোখ!

কি, এমন কথা শুনে হয়তোবা অবাক হয়েছেন তাই না? না অবাক হওয়ার কিছু নেই। আসলে সাধারণত, ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা অসম্ভব। আলো লাগেই। কিন্তু এবার আর আলোরও প্রয়োজন হবে না। কৃত্রিম চোখ লাগানো থাকলে অন্ধকারেও সবকিছু পরিষ্কার দেখা যাবে। গলদা চিংড়ি ও আফ্রিকান এক জাতের মাছের চোখের সেরা বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে কৃত্রিম এই চোখ তৈরি করেছেন বলে দাবি মার্কিন গবেষকদের।

গবেষকদের দাবি, এই কৃত্রিম চোখ চিকিৎসা, দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার, মহাকাশে গ্রহ অনুসন্ধানী টেলিস্কোপে ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করছেন, সেন্সর যন্ত্রাংশের পরিবর্তে লেন্সের ভেতর ইমেজিং সিস্টেমের সংবেদনশীলতার ক্ষেত্রে উন্নতি করেছেন তারা। গবেষকরা বলছেন, অন্ধকারে বোমা নিষ্ক্রিয়কারী রোবট, অস্ত্রোপচার ও টেলিস্কোপে এই কৃত্রিম চোখ কাজে লাগানো যাবে। অন্ধকারেও এর সাহায্যে দিনের মতো পরিষ্কার দেখা যাবে।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে