বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৮:০২:৫৩

বলতে পারেন এই অফিসটি কোথায়, যেখানে ইন্টারনেট স্পিড সবচেয়ে বেশি!

বলতে পারেন এই অফিসটি কোথায়, যেখানে ইন্টারনেট স্পিড সবচেয়ে বেশি!

এক্সক্লুসিভ ডেস্ক : ‌আচ্ছা আপনার অফিস নিয়ে কী কী অভিযোগ আছে বলতে পারেন? জানি প্রথমে বলবেন বেতনের সমস্যা। তারপর বলবেন বড় বস, ছোট বসের ধাক্কা। আর সহকর্মীদের ব্যবহার। আর একটু মাথা চুলকে বলবেন অফিসের কম্পিউটারে ইন্টারনেট স্পিড। ইন্টারনেট স্পিডের ব্যাপারটায় হয়তো সবাই কম বেশি একমত হবে। এমনট যে কোনো উন্নত দেশের তুলনায় আমাদের দেশের ইন্টারনেট স্পিড বেশ কম। এই যেমন আমেরিকার ইন্টারনেট স্পিড গড়ে ১২.৬ এমবি/প্রতি সেকেন্ড। সেখানে ভারতের গড়ে ২.৫ এমবি/প্রতি সেকেন্ড। দক্ষিণ কোরিয়ায় গড় ইন্টারনেট গতি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। সেখানে ইন্টারনেট স্পিড প্রতি সেকেন্ডে ১৭ হাজার ১৮৭ কিলোবাইট।

সে যাই হোক এবার আসি নাসা-র কথায়। বিশ্বের সবচেয়ে উন্নত মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা-য় ইন্টারনেট স্পিড কত জানেন? আমেরিকার আম আদমিরা যে গতিতে সাধারণত ইন্টারনেট ব্যবহার করেন, তার চেয়ে নাসায় ১৩ হাজার গুণ দ্রুতগতিতে নেট ব্যবহার করা যায়। নাসায় কম্পিউটারে ব্যবহার করা স্যাডো নেটওয়ার্ক, যার নাম ESnet। সংক্ষেপে যাকে বলে এমার্জেন্সি সায়েন্স নেটওয়ার্ক। যেখানে অবিশ্বাস্য প্রতি সেকেন্ডে ৯১ গিগিবাইট গতিতে ইন্টারনেট ব্যবহার করা হয়।-জিনিউজ
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে