শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬, ০২:১৬:৪৬

মায়ের মৃত্যুর ৫৫ দিন পর সন্তানের জন্ম

মায়ের মৃত্যুর ৫৫ দিন পর সন্তানের জন্ম

এক্সক্লুসিভ ডেস্ক : শুনতে অবাক লাগলেও সত্য যে, তার মস্তিষ্কের মৃত্যু হয়েছে ৫৫ দিন আগে। কিন্তু তার পরও দেহের ভিতর তার সন্তানের ছোট্ট প্রাণটা বেঁচে ছিল। কার্যত মৃত্যু মায়ের শরীরেই সে খুঁজে নিয়েছিল বেঁচে থাকার সঞ্জীবনী। গায়ে কাঁটা দিয়ে ওঠার মত ঘটনা এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে পোল্যান্ডে গত মঙ্গলবার।

পোল্যান্ডের রক্ল সিটি হাসপাতালে দীর্ঘ তিনমাস ভর্তি ছিলেন ওই নবজাতকের মা। ৪১ বছরের ওই মায়ের ব্রেন ক্যান্সার ছিল। মহিলার মস্তিষ্কের মৃত্যু হলেও পরিবারের সবাই শিশুটিকে বাঁচাতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত প্রেগন্যান্সির ২৬ সপ্তাহের মাথায় মাত্র এক কিলোগ্রাম ওজন নিয়ে অপরিপক্ব অবস্থায় শিশুটির জন্ম হয়। তার জন্মের পরই মায়ের লাইফ সাপোর্ট সিস্টেম খুলে দেওয়া হয়।

নিওনাটাল ইউনিটের শীর্ষকর্তা বারবারা ক্রোলাক বলেন, ‘এটা একটা বিরল ঘটনা। এ ভাবে শিশুটির বেঁচে থাকাটা আশ্চর্যের। আমাদের কাছে এটা ৫৫ দিনের একটা যুদ্ধ ছিল। শিশুটিকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। ও ভালো আছে।’

এঘটনা প্রচার হতেই সারাবিশ্ব জুড়ে হইচই পড়ে গেছে।
২২ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে