এক্সক্লুসিভ ডেস্ক : রোজকার জীবনযাপনের ভেতরেই থাকে অনেক নতুন নতুন শিক্ষা। আপনি যেই হোন কিংবা যেখান থেকেই আসুন না কেন, জীবনের সমাপ্তি কিন্তু একটি পথেই। আর এই সমাপ্তির পথে এগিয়ে যেতে বিশেষজ্ঞরা দিয়েছেন জীবনের পাঁচটি মৌলিক শিক্ষা যা প্রতিটি মানুষের জন্যই জরুরি-
১. অন্তরের ভালোবাসা সবকিছুকে রঙ দেয়
আপনার মনে যে ভালোবাসা ধারণ করেন তা ঠিক করে দেবে আপনি বাধাগুলোকে কীভাবে ডিঙিয়ে যাবেন। অন্তরের ভালোবাসা দিয়ে আপনি নিজের মতো করে রঙ চড়াতে পারবেন সবকিছুতে। জীবনের যাবতীয় অভিজ্ঞতার মিশেলে অন্তরের ভালোবাসা গড়ে ওঠে। সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর সব ভালোকে গ্রহণের জন্য প্রস্তুত আমরা। তারচেয়ে খারাপটাকে নিতে প্ররোচিত করতে পারে মন। কিন্তু ভালোটা গ্রহণ করতেই ভালোবাসেন সবাই।
২. আপনার উপহারগুলো শুধু আপনার নয়
আপনি বহু কর্মক্ষমতা দিয়ে আশীর্বাদপুষ্ট। অন্যের কাছে খুব কঠিন কিছু আপনার কাছে খুব সহজ হয়ে দেখা দিতে পারে। আপনার আশীর্বাদ সেগুলোই যা খুব সহজে করার ক্ষমতা ও সামর্থ্য রয়েছে। এই আশীর্বাদ আপনার অভ্যন্তরীণ শক্তিকে আরো পরিপূর্ণ করে তোলে। মনে রাখবেন, এই আশীর্বাদে ধন্য হবেন অন্যরা। এই শক্তি ছড়িয়ে পড়ে অন্যকে শক্তিশালী করে তুলবে। এটি আপনি একান্ত নিজের করে রাখতে পারবেন না।
৩. অস্থায়ীত্বের মধ্যে সৌন্দর্য লুকিয়ে থাকে
ক্রমাগত পরিবর্তনকে আমরা সব সময়ই উপলব্ধি করি। একে গ্রহণ করে নিতে হয়। অনেক সময়ই পরিবর্তনকে বাধাগ্রস্ত করা বাজে অভিজ্ঞতা নিয়ে আসে। শেষ হয়ে যাওয়াকে হারানোর মতো করে দেখা হয়। আবার কিছু ধরে রাখার সংগ্রামের পর দেখা যায়, সেখান থেকে আর কিছুই পাওয়া যাচ্ছে না। পুরোনো কিছু শেষ হয়ে যাওয়ার অর্থ নতুন কিছু আসার অপেক্ষা। পরিবর্তনের এই প্রাকৃতিক নিয়মকে স্বাগত জানানো ভালো। চলে যাওয়ার মাধ্যমে কিছু তার সৌন্দর্য বিলিয়ে দিয়ে যাবে। তেমনি নতুন কিছু তার ভিন্ন সৌন্দর্য নিয়ে ফিরে আসবে।
৪. সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে ভালোবাসা
আমরা যখন গোটা বিশ্বকে নিয়ে চিন্তা করি তখনো যে ইতিবাচক দিনগুলো আমাদের মনে আসে তার সবই আসে ভালোবাসার কারণে। ভয়ংকর প্রতিক্রিয়া আসতে পারে ঘৃণার মাধ্যমে যার শক্তি শুধু ধ্বংস করবে। আর এসব নেতিবাচক শক্তিকে বাগে আনা যায় ভালোবাসার শক্তি দিয়ে। ভালোবাসা এমন এক শক্তি যা প্রতিনিয়ত তার গঠন বদলায়। এটিই একমাত্র শক্তি যা অন্য সব শক্তিকে বদলে দিতে পারে।
৫. সবকিছুই এক ধরনের শক্তির স্ফূরণ
আমরা যেখাবে সুখ বোধ করি সেভাবেই অনুভূত হয় দুঃখ, যন্ত্রণা, খুশি, আনন্দ আর অনুশোচনা। আমাদের দেহের সেন্সরগুলো চারপাশের দুনিয়াটাকে অনুভব করে চলেছে এবং সেই সঙ্গে বাড়িয়ে দিচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কার্যক্ষমতা। অচেনা কারো দুঃখে কাতর হওয়াই মানব জীবনের আসল বন্ধন। যখন এ সবকিছুর স্ফূরণ ঘটতে থাকে, তখন মূলত প্রত্যেকে অন্যের অভ্যন্তরীণ শক্তির পরিস্ফূটন প্রত্যক্ষ করে। কারণ শক্তি মূলত অন্য শক্তিকে আকর্ষণ করে।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/