বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৮:১০

যেভাবে খুঁজে পাবেন মনের মানুষটি

যেভাবে খুঁজে পাবেন মনের মানুষটি

এক্সক্রুসিভ ডেস্ক : আলাদিনের আশ্চর্য প্রদীপ মনে হলেও তা কিন্তু নয়। আপনার জীবন সঙ্গীনী পাওয়া এখন মোটেই কঠিন কাজ নয়। মোবাইল অ্যাপস এবার আপনাকে খুঁজে দেবে শয্যাসঙ্গী।

কলেজ কিংবা ইউনিভার্সিটিতে কোনো মেয়ে বা ছেলেকে আপনার খুব ভালো লাগলো। তার সঙ্গে ঘনিষ্ঠ হতে ভীষণ ইচ্ছে করছে আপনার।

অথচ মুখ ফুটে বলার সাহসটুকু পাচ্ছেন না। প্রাপ্তবয়স্কদের মধ্যে এ সমস্যা হরহামেশাই দেখা যায়। আবার মেয়েদের সমস্যাটা অন্যরকম। কোনো ছেলের সঙ্গে ঘনিষ্ঠ হতে ইচ্ছে করছে অথচ তার চরিত্র-স্বভাব না জেনে এগোতে ভয় পাচ্ছেন।

এ যাবতীয় সমস্যার সমাধান করতে এবার বাজারে এসেছে নয়া অ্যাপস। পছন্দের পার্টনার খুঁজে পেতে আলাদিনের আশ্চর্য প্রদীপের কাজ করবে এই অ্যাপস। নাম ‘গুড টু গো’। ইংরেজিতে লেখা হয় Good2Go।

অ্যাপসটির নির্মাতা এক মহিলা, নাম লি অ্যান আলমান। মেয়েদের যৌন হেনস্তা থেকে রক্ষা করতেই এই নয়া অ্যাপস তৈরির ভাবনা তার।

পছন্দের মানুষটির সঙ্গে আপনি রাত্রিযাপনে স্বাচ্ছন্দ্য পাবেন কী না তা জানা যাবে এই অ্যাপসটির মাধ্যমে। প্রথমেই আপনার স্মার্টফোন বা আইফোনে অ্যাপসটি ডাউনলোড করে ‘অ্যাড’ করুন আপনার মনের মানুষটিকে।

অ্যাপসটির মাধ্যমে এক ঝটকায় জেনে নিতে পারবেন আপনার মনের মানুষটি আপনার সঙ্গে রাজি কী না। হ্যাঁ বা না বা এ নিয়ে আরো কথার দরকার- তিনটির মধ্যে একটি উত্তর দেবে আপনাকে। আপনার সঙ্গে মতের মিল হয়ে গেলে তো কথাই নেই।

২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে