শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ১২:৫৬:৩৪

জগিং-এর জুতোয় অতিরিক্ত দু’টি ছিদ্র কেন থাকে, বলতে পারবেন?

জগিং-এর জুতোয় অতিরিক্ত দু’টি ছিদ্র কেন থাকে, বলতে পারবেন?

এক্সক্লুসিভ ডেস্ক : আমরা অনেকেই জগিং করি। আর সে জন্য পায়ে আরামদায়ক জগিং জুতোও পরি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি দৌঁড়ানোর ক্ষেত্রে যে আরামদায়ক জুতো পরা হয় তার উপরে ছোট দু’টি অতিরিক্ত ছিদ্র থাকে কেন?

যদিও জুতার ফিতার উপরের দিকে থাকা ওই দু’টি ছিদ্র সবাই কাজে লাগায় না। আসলে অনেকেরই জানা নেই, ওই ছিদ্র দুটির ব্যবহার কী। এই দু’টি ছিদ্র কিন্তু ডিজাইন হিসেবে রাখা হয়নি বা বায়ু চলাচলের জন্যও রাখা হয়নি।
 
এই ছিদ্র দুটি রাখার উদ্দেশ্য হচ্ছে, এর সাহায্যে যাতে আপনি ‘হিল লক’ বা ‘লেস লক’ করতে পারেন। জগিংয়ের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায়, পায়ে ফোসকা পড়ে যায়। সুতরাং পায়ে যাতে ফোসকা না পড়ে, সে জন্য এই দু’টি অতিরিক্ত ছিদ্র দিয়ে জুতোর ফিতা বাঁধা হলে, জুতো অনেক মাপ মতো পায়ে ফিট থাকে, যা ফোসকা রোধ নিশ্চিত করে। ফলে খুব স্বাচ্ছন্দ্যে  জগিং করা যায়।
 
সুতরাং এই অতিরিক্ত ছিদ্র দু’টি কিন্তু শুধু শুধু নয়, বরং খুব প্রয়োজনীয়। নীচের ভিডিও দেখলে আরও স্পষ্ট হব ওই ছিদ্র দু’টির ব্যবহার।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে