বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪১:৪৭

বাজারে আসছে উড়ন্ত গাড়ি

বাজারে আসছে উড়ন্ত গাড়ি

এক্সক্লসিভ ডেস্ক : একবিংশ শতাব্দীতে এস আরো কত কিছু যে উপহার দেবে প্রযুক্তি তা এখন শুধু দেখার অপেক্ষা। যে জাতি যত বেশি প্রযুক্তির ব্যবহার করতে পারবে সেই জাতি তত বেশি সভ্যতার দৌড়ে এগিয়ে যাবে বিশ্বাস করতে হবে। আর সেই দৌড়ে এখন এগিয়ে ক্ষমতাধর যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ।

অন্য দেশগুলো এই প্রযুক্তির ছিটেফোটা সুবিধা ভোগ করে যেমন তেমন করে এগিয়ে যাচ্ছে। উন্নত দেশগুলো প্রযুক্তির দৌড়ে দীর্ঘদিন ধরেই উড়ন্ত যানের কথা বলে আসছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের পাশাপাশি একই যানে বহু সুবিধার সন্নিবেশ ঘটিয়ে এগিয়ে যেতে চাইছে অনেকেই।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে এশিয়ার মধ্যে এগিয়ে যাওয়া রাষ্ট্রের মধ্যে আছে জাপান। দেশটি সর্বপ্রথম বুলেট ট্রেন আবিষ্কার করে যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি সাধন করেছে। তবে সম্প্রতি স্লোভাকিয়ার একটি প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে যে, তারা খুব শীঘ্রই রাস্তায় উড়ন্ত গাড়ি নামাচ্ছে। অ্যারোমোবিল নামের এই গাড়িটিকে একবার তেল ভর্তি করলে ৪৩০ মাইল উড়ে যাওয়া যাবে। শুধু তাই নয়, যখন উড়ে যাওয়ার দরকার হবে না তখন চাইলেই প্রযুক্তির মাধ্যমে গুটিয়ে রাখা যাবে গাড়ির পাখাগুলো। বিজ্ঞানীদের মতে, এই গাড়ির সঙ্গে বাজারে প্রচলিত অন্য গাড়ির আকৃতির তেমন কোনো পার্থক্য নেই। বরংচ অন্য গাড়ির তুলনায় ছোটো এবং সহজেই গাড়িটিকে মেরামত করা যাবে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র তাতিয়ানা ভেবার জানান, ‘আমরা উড়ন্ত গাড়ি তৈরির কাজ শুরু করেছি ১৯৯০ সাল থেকে। আমারা প্রথম যে গাড়িটি তৈরি করেছিলাম সেটি দেখতে বেঢপ ছিল এবং অনেক সমস্যাও ছিল। কিন্তু এখন আমরা যে গাড়িটি তৈরি করেছি তা অনেক বেশি আধুনিক এবং দেখতে সুন্দর।’

চলতি বছরের ২৯ অক্টোবর অষ্ট্রিয়াতে আয়োজিত এক মেলায় এই গাড়িটিকে প্রদর্শন করা হবে। তবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই গাড়িটির বিভিন্ন ভিডিও চিত্র ইন্টারনেটে প্রকাশ করেছে।

২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে