মঙ্গল অভিযাত্রীদের লম্বা ঘুমের ব্যবস্থা
এক্সক্লুসিভ ডেস্ক : বদলে যাচ্ছে পৃথিবী সাথে সাথে প্রচলিত ধারণা বদলে ফেলতে চাইছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবার মঙ্গল অভিযাত্রীদের বিশাল খরচের ভার কমাতে যাত্রীদের লম্বা ঘুমে পাঠানোর চিন্তা-ভাবনা শুরু করেছে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা।
এক্ষেত্রে মার্কিনীদের সামনে দৃষ্টান্ত হিসেবে রয়েছে ভারত। আমাদের প্রতিবেশীরা যেভাবে কম খরচে সফল মঙ্গল অভিযান সেরেছে তা দেখে বিস্ময় চড়কগাছ নাসা। এখন তাই যে কোনো প্রকারেই হোক কম খরচে মঙ্গল গ্রহে পাড়ি দিতে চোয়ালবদ্ধ তারা। এজন্য মহাকাশচারীদের লম্বা ঘুমের ব্যবস্থা করতে চলেছে নাসা। যাকে বৈজ্ঞানিক ভাষায় বলে ‘টর্পর’।
এতে মহাকাশ অভিযাত্রীদের শরীরের ‘মেটাবলিক রেট’ কমে যায়। এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার মার্ক শেফার বলেন, ‘তত্ত্বগত প্রয়োগ ধরলে ১৯৮০ সাল থেকেই টর্পরের অস্তিত্ব রয়েছে। অনেকটা ব্যাঙের শীত ঘুমের মতো এই ব্যবস্থা।
মঙ্গলে যে অভিযাত্রী দল পাঠাতে চলেছে নাসা, তাদের যাত্রাপথ সুদূর ১৮০ দিনের। এই লম্বা যাত্রাপথে যাত্রীদের অক্সিজেন, খাদ্য, পানি-সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের খরচ কমাতেই এই পরিকল্পনা করছে নাসা।
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস