মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০৮:৫৮:১১

আপনার বাচ্চাকে কাশির সিরাপ খাওয়াচ্ছেন? তাহলে এখনই সাবধান হোন

আপনার বাচ্চাকে কাশির সিরাপ খাওয়াচ্ছেন? তাহলে এখনই সাবধান হোন

এক্সক্লুসিভ ডেস্ক : অসেক সময় ছোট বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি কিংবা পেটখারাপ হলে নিজেরাই বাজার থেকে কমন সিরাপ এনে খাইয়ে দিই। কিংবা অনেক সময় আমরা নিজেরাও এমন ওষুধ খেয়ে নিই। তবে বড়দের ব্যাপারটা যেমন তেমন, বাচ্চাদের ব্যাপারে এ ভুলটি যে মারাত্মক হতে পারে তা কি কখনো ভেবে দেখেছি?

আজকাল সব বাড়িতেই এমার্জেন্সি কিছু ওষুধ রাখা থাকে। বাচ্চার যদি কাশি হয়, তাহলে ডাক্তারের কাছে না গিয়ে কোনও কফ সিরাপ খাইয়ে দিই। কিন্তু এভাবেই নিজের সন্তানের কত বড় ক্ষতি করে ফেলছেন সেটা কি জানেন?

কিছুদিন আগেই কোরেক্স, ফেন্সিডিলের মতো বেশ কিছু কফ সিরাপকে ব্যান করে দেওয়া হয়েছিল। এর পরেও এখনও এই জাতীয় কিছু কফ সিরাপ বাজারে পাওয়া যাচ্ছে। আর আমরা না জেনে সেই কফ সিরাপই এনে বাচ্চাদের খাইয়ে দিচ্ছি।

এবার থেকে বাচ্চাদের চিকিত্ৎসকের পরামর্শ ছাড়াই কফ সিরাপ খাওয়ানোর আগে একবার ভালো করে ভেবে নেবেন। তার কারণ, কোডিন নামে এক প্রকার উপাদান থাকে এই সমস্ত বাজার চলতি কফ সিরাপে। এই সিরাপ খেলে বাচ্চাদের হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে।

এই ধরণের কফ সিরাপ ভারতে ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু এখনও এই সমস্ত কফ সিরাপ অনেক ওষুধের দোকানেই পাওয়া যাচ্ছে। তাই বাচ্চাকে সুস্থ রাখতে হলে কখনওই চিকিত্‌সকের পরামর্শ ছাড়া দোকান থেকে কিনে কফ সিরাপ খাওয়াবেন না।
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে