মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০২:০৭:২৫

ফেসবুক মজা নিতে চান? তাহলে এই কাজগুলি করতে পারেন আপনিও

ফেসবুক মজা নিতে চান? তাহলে এই কাজগুলি করতে পারেন আপনিও

এক্সক্লুসিভ ডেস্ক : বন্ধুশূন্য আপনি? কিংবা যান্ত্রিক জীবনের কারণে এখন আর আড্ডা দিতে পারছেন না? মজা করতে পারছেন না বলে মন খুব খারাপ থাকে অবসর সময়টাতে? ভাবছেন কেন? ফেসবুক আছে না? আপনাকে এখন থেকে ফেসবুকই দিবে দারুণ দারুণ সব মজা।

 

তাহলে আর দেরী কনে? আজ থেকেই শুরু করে দিন ফেসবুক-এ একেবারে খুল্লমখুল্লা। ভাবছেন যদি কেইস খেয়ে যান! আরে না, এমন একদমই ভাববেন না।  নেট-আইন মেনে সবসময়ে গুডি-গুডি ইমেজ করে চলতে হবে? চলুন তবে, দেওয়া যাক ১০টি অসভ্যতার টিপ্‌স।

 

১। ব্যস্ততার সময়ে কোনও বন্ধুর সঙ্গে চ্যাট শুরু করুন। ‘কীরে, আজ সন্ধেয় কী করছিস? হবে নাকি আড্ডাবাজি?’ এবার তিনি যে উত্তরই দিন, আপনার পাল্টা ‘হুমমম...’, ‘হুমমমম....’, ‘হুমমমমমম...’।

 

২। যা-তা একটা লিংক নিন। পারলে আইনস্টাইনের থিওরি বা শূন্যে মহাকাশযানের নাটবল্টু বিকল হয়ে গেলে কী কী করণীয়-গোত্রের লিংক সাঁটিয়ে দিন বন্ধুর দেওয়ালে। লিখুন, ‘এটা পড়ে দ্যাখ।’ সেই বন্ধু যদি বড়ু চণ্ডীদাস-অনুরাগী বাংলা সাহিত্যের ছাত্র বা ছাত্রী হন, তা হলে ব্যাপারটা আরও জমবে।

 

৩। তৃতীয় হাতিয়ার হল ‘ট্যাগ’। অদ্ভুত সব সেলফি তুলুন আর বন্ধুদের ‘ট্যাগ’ করুন। পারলে যিনি আপনাকে তেমন পছন্দ করেন না, তাকে বেশ কষিয়ে টেগিয়ে দিন। এরপর দেখুন মজাটা।

 

৪। স্টেটাস দিন, ‘ফিলিং হ্যাপি উইথ অমুক’, ‘ফিলিং হাংরি উইথ তমুক’ ইত্যাদি। দিনে এমন গোটা দশেক ছাড়ুন। দেখুন বিরক্তি কাকে বলে!

 

৫। যেই না কোনও বান্ধবী প্রোফাইল পিকচার পোস্টাবেন, আপনি নেমে পড়ুন কোমর বেঁধে। প্রথম কমেন্ট, ‘কে তুলেছে ছবিটা?’ উত্তর হয়তো আসবে, ‘স্যান্ডি...মাই স্যান্ডি।’ এবার আপনার উত্তর, ‘ও...হুমমম...’ এবারে উল্টোপক্ষ জানতে চাইবেই, ‘কেন রে?’ আপনি খালি ‘‘না...ছেড়ে দে...ছাড় না...ও তুই শুনে কী করবি...’ বলতে থাকুন।

 

৬। গুগ্‌ল থেকে ভাল ছবি নিন। পারলে কোনও বিখ্যাত স্টিল। দিন পোস্টিয়ে নিজের ওয়ালে। লিখুন, ‘দিস ওয়াজ ক্লিকড বাই ওমুকচন্দ্র তমুক (আপনারই কোনও বন্ধু) ইন...’

 

৭। স্টেটাস দিন, ‘আর পারলাম না। ক্ষমা কোরো।’ এইবারে সবাই ঝাঁপিয়ে পড়বেন ‘কী হল, কী হল’ বলে। দিনদুয়েক পরে স্টেটাস আপডেট, ‘শাশুড়ি মা লুচি করেছিলেন। বৌ গুঁতিয়ে গুঁতিয়ে খাওয়াচ্ছিল। শেষে ছেড়ে দে মা কেঁদে বাঁচি হয়েছিল। তাই ও কথা বলেছিলাম।’

২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে