মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০৩:০০:৪৪

৭৮ বছর পর মাস্টার্স দিচ্ছেন ৯৭ বছরের বৃদ্ধ!

৭৮ বছর পর মাস্টার্স দিচ্ছেন ৯৭ বছরের বৃদ্ধ!

এক্সক্লুসিভ ডেস্ক : স্নাতকতা ডিগ্রী শেষ করার ৭৮ বছর পর মাস্টার্স পরীক্ষা দিচ্ছেন ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ! তিনি স্নাতকতা করেছিলেন স্বধীনতার আগে। তখনও ভারত ব্রিটিশের অধীনে। স্বাধীনতা প্রাপ্তির প্রায় এক দশক আগেই। সালটা ছিল ১৯৩৮। এরপর ভারত স্বাধীন হওয়ার পর কেটে গেছে ৫ যুগ।

৯৭ বছর বয়সী রাজ কুমার বৈশ্য ইকোনমিক্সে স্নাতকোত্তর পড়াশুনা করতে চান। মাস্টার্সে উত্তীর্ণ হবার পরীক্ষায় ২৩ পাতার উত্তর লিখলেন তিনি, আর পুরোটাই লিখলেন ইংরাজিতে। তিন ঘণ্টার পরীক্ষায় তার পাশে বসে যারা পরীক্ষা দিল তারা সকলেই তার নাতির বয়সী, অনেকে ছিল তাদের থেকেও ছোট। কিন্তু রাজ কুমারের লেখনী আর ইচ্ছা সবাইকে 'হার' মানিয়ে দিয়েছিল সেদিন।

‘বৈশ্য যেভাবে পরীক্ষা দিয়েছে, তাতে বাকি যুবকদের থেকেও ওর ফল ভালো হয়েছে’। এমনটা জানিয়েছেন নালন্দা বিশ্ববিদ্যালয়য়ের এক আধিকারিক।

 রাজ কুমার বৈশ্য, জন্ম গ্রহণ করেছেন ১৯২০ সালের ১ এপ্রিল। উত্তর প্রদেশের বরেলির  রাজ কুমার বৈশ্য ১৯৩৮ সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকতা করেন। এবার তিনি মাস্টার্স করবেন নালন্দা মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে।
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে