মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০৩:০৬:৫৪

আজব ঘটনা, এটা সাপ না জিন, বারবার মেরে ফেললেও জীবিত হয়ে উঠে সাপটি!

আজব ঘটনা, এটা সাপ না জিন, বারবার মেরে ফেললেও জীবিত হয়ে উঠে সাপটি!

চাঁপাইনবাবগঞ্জ : আজব এক সমস্যায় পড়ে তাজ্জব বনে গেলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের মানুষ।

একটি সাপকে দুবার মেরে ফেলে গর্তে পুঁতে রাখার পরও আবার জীবিত দেখতে পেয়েছেন তারা।

এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  বারবার মেরে ফেলার পরও বেঁচে উঠায় সাপটিকে নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।  এটিকে তারা জিন সাপ বলে মনে করছেন।

মঙ্গলবার সকালে আজমতপুর গ্রামের বাসিন্দারা জানান, গত শুক্রবার রাতে খাইরুল ইসলামের বাড়ির পেছনে একটি নতুন (অব্যবহৃত) টয়লেটে হাত তিনেক লম্বা একটি বিষধর সাপ দেখে পান স্থানীয়রা।

পরে সাপটিকে তারা মেরে ফেলে একটি গর্তে পুঁতে রাখেন।  কিন্তু গত রোববার রাতে একই সমান লম্বা একই ধরনের আরেকটি সাপ ফের ওই টয়লেটে দেখা যায়।

বিষয়টি দেখে এলাকাবাসী আগের দিনের পুঁতে রাখা সাপটি গর্ত খুঁড়ে দেখতে গেলে সেখানে কিছু পাওয়া যায়নি।

পরে দ্বিতীয় সাপটিকে আবারো মেরে ফেলে ওই গর্তে পুঁতে রাখেন তারা।  এরপর গতকাল সোমবার রাতে আবারো একই ঘটনা ঘটে।

একই ধরনের জীবিত সাপকে চলাচল করতে দেখেন স্থানীয়রা।  এবার গ্রামবাসী ভয় পেয়ে সাপটিকে আর মারেননি।  তবে সাপটির গতিবিধির ওপর নজর রাখছেন তারা।

গ্রামের তোহিদুল ইসলাম আপেল নামের এক ব্যক্তি জানান, গত চারদিন ধরে একটি সাপ নিয়ে একই ঘটনা ঘটছে।  সবাই এটিকে জিন সাপ বলে মনে করছেন।  সে কারণে শেষবার দেখার পরও আর সাপটিকে কেউ মারতে সাহস পাননি।
২৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে