মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০৩:৫০:৫০

বলতে পারবেন, মশার গতিবেগ ঘণ্টায় কত মাইল?

বলতে পারবেন, মশার গতিবেগ ঘণ্টায় কত মাইল?

এক্সক্লুসিভ ডেস্ক : মশা! তার আকার আকৃতি ছোট হলেও এই প্রাণীটিই হতে পারে প্রাণঘাতির কারণ। ম্যালেরিয়া থেকে শুরু করে ডেঙ্গ এমনকি বর্তমানে জিকার মতো ভয়ানক ভাইরাসেও আক্রান্ত হতে পারেন। আবার রাতে যে একটু শান্তিতে নাক ডেকে ঘুমোবেন, মশার যন্ত্রণায় সে কি আর সম্ভব?

তবে আজ আসুন মশা নিয়েই কিছু মজাদার তথ্য দিই। জেনে নিন মশা নিয়ে কিছু আজব তথ্য। হ্যাঁ, এগুলো ছোটবেলায় জানার জিনিস। কিন্তু বড় হয়েও জানতে মন্দ লাগবে না। বরং, মনে পড়তে পারে যে, এক বিশ্ব ম্যালেরিয়া দিবসে জেনেছিলেন মশা নিয়ে ৫ টা তথ্য।

১। একটা মশা প্রায় ৫ থেকে ৬ মাস বেঁচে থাকতে পারে। ২। মশার ডানাগুলো এক সেকেণ্ডে প্রায় ৩০০ থেকে ৬০০ বার পর্যন্ত ঝাপটায়। তাহলেই বুঝুন, ওদের দৌরাত্ম্যে কেন কানের দফারফা হবে না। ৩। মশারা সাধারণত, ঘণ্টায় ১০০ থেকে ১৫০ মাইল পর্যন্ত গতিবেগে উড়তে পারে। ওরা আকারেই ছোট। কিন্তু গতিটা দেখেছেন!  

৪। শুধুমাত্র স্ত্রী মশারাই মানুষকে কিংবা অন্য প্রাণীদের কামড়ায়। পুরুষ মশারা কিন্তু মানুষ বা প্রাণীদের কামড়ায় না। ৫। পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর রোগের জীবানুগুলি সবথেকে বেশি ছড়ায় মশারাই। বলতে পারেন, এই পৃথিবীতে এরাই সবথেকে ঘাতক।
২৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে