বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০৩:৫৪:৫১

ডিলিট হয়ে যাওয়া হোয়াটস অ্যাপ মেসেজ ফিরিয়ে আনার সহজ উপায়

ডিলিট হয়ে যাওয়া হোয়াটস অ্যাপ মেসেজ ফিরিয়ে আনার সহজ উপায়

নিউজ ডেস্ক: 'আশায় আশায় বসে আছি ওরে আমার মন, কখন তোমার আসবে টেলিফোন'। এখন খুব কম সংখ্যক মানুষই টাকা খরচ করে ফোনে কথা বলেন। এখন হাতে হাতে স্মার্টফোন আর তাতে রয়েছে ডেটা প্যাক। তাই এখন আর টুং টাং পিয়ানোয় সারাটি দুপুর হয় না। টুং টাং শব্দ হয় ঠিকই। তবে তা নোটিফিকেশনের। দিন রাতের ঠিক নেই। সারাক্ষণ হোয়াটস অ্যাপে অনলাইন। এনার্জি না কমিয়েই সারাদিন কত কথা। আচ্ছা যদি ভুল করে আপনার হোয়াটস অ্যাপের মেসেজটি মুছে যায় তখন কি করবেন? চিন্তা নেই সেই উপায়ও রয়েছে। এবার ফিরে পেতে পারেন হোয়াটস অ্যাপ থেকে মুছে যাওয়া আপনার মেসেজটি।

ফেসবুক, হোয়াটস অ্যাপের আমরা এখন অনেক বেশি স্মার্ট। দুনিয়া সত্যিই আজ আমাদের হাতের মুঠোয়। কারও জন্মদিন ভুলে গেছেন? চিন্তা কি মনে করিয়ে দেওয়ার জন্য বসে আছে সোশ্যাল নেটওয়ার্ক। কিন্তু ভাবুন তো যদি ভুল করে হোয়াটস অ্যাপের কোনও দরকারি মেসেজ ডিলিট করে ফেলেন, তখন কি করবেন? কপাল চাপড়ানোর যুগ এখন চলে গিয়েছে। স্মার্ট হয়েছে টেকনোলজিও। তাই টুক করে দেখে নিন মুছে যাওয়া হোয়াটস অ্যাপ মেসেজ কীভাবে ফেরত পাবেন।-জি নিউজ

২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে