বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০২:২৭:০৪

ফেসবুকে যাকে কখনই ব্লক করতে পারবেন না, বলুন তো কে সে?

ফেসবুকে যাকে কখনই ব্লক করতে পারবেন না, বলুন তো কে সে?

এক্সক্লুসিভ ডেস্ক: ফেসুবকে দু’টি কমন অপশন আছে। একটি আনফ্রেন্ড, অন্যটি ব্লক। এ দু’টি অপশনের মূল উদ্দেশ্য হচ্ছে, কেউ যদি আপনাকে বিরক্ত করে, তবেই এই অপশন দু’টি কাজে লাগবে। অর্থাৎ বিরক্তকর মানুষদের আনফ্রেন্ড করুন নয় তোবা ব্লক করে দিন।

জানি, আমি, আপনি এমন বিরক্তিতে বাধ্য হয়ে মাঝেমাঝেই ফেসবুকে অনেককে ব্লক করে দিই। কিন্তু জানেন কী ফেসবুকে মাত্র একটা এমন প্রোফাইল আছে যাকে আপনি কখনই ব্লক করতে পারবেন না!

মানে সে যা খুশি করতে পারে। আমার ফেসবুক পোস্টে যা খুশি লিখতে পারে। বিরক্ত করতে পারে। ভয় পেয়ে গেলেন নাকি! ভাবছেন তো এই রে এবার না সেই লোকটা আপনার ফেসবুক জীবন দুর্বিসহ করে তোল।

আচ্ছা, দাঁড়ান সেই লোকটার নামটা বলার আগে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওনার পরিচয়টা শুনলে আপনি তাকে কিছুতেই ব্লক করতে চাইবেন না। তা ছাড়া তিনি বিরক্ত করার সময়ও পাবেন না। হ্যাঁ, ঠিকই ভেবেছেন। তিনি হলেন ফেসবুকের স্রষ্টা মার্ক জাকারবার্গ। যাকে আপনি চাইলেও ফেসবুকে কোনওদিন ব্লক করতে পারবেন না।
২৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে