বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০৯:০৪:১১

আস্ত সাপ পেঁচানো কলম, কিনবেন?

আস্ত সাপ পেঁচানো কলম, কিনবেন?

এক্সক্লুসিভ ডেস্ক : মনোমুগ্ধকর কতকিছুই না কতজনে সংগ্রহে রাখেন।  আর পছন্দের আলোকেই নির্মাতারা পছন্দসই সেসব তৈরি করে থাকেনে।  বেশ কয়েকটি পছন্দসই নির্মাতার একটি নিঃসন্দেহে মন্টব্ল্যাঙ্ক।  জীবনে একটিমাত্র সংগ্রহে রাখতেও সময়ের তৈরি মেশিন সত্যিই অনন্য।  

যদি লেখার জন্য কলমের কথা ভাবেন, তবে মন্টব্ল্যাঙ্কের নামটিই চলে আসে।  জার্মান নির্মাতা লেখনীর জন্য তৈরি করেছেন অনবদ্য কিছু কলম।  এ বছর প্রতিষ্ঠানটি তাদের সিম্পো ফিলার পেন কম্পানির ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসাধারণ তিনটি কলম তৈরি করেছে।

ইতিহাস ও ঐতিহ্য ফুটে উঠেছে কলমগুলোতে।  এবার এদের ডিজাইনে স্থান পেয়েছে সাপ।  হ্যামবার্গ-ভিত্তিক প্রতিষ্ঠানটি  বর্তমানে রিচমন্ট গ্রুপের অংশ।

এক বিশেষ ধরনের ঝর্ণা কলম 'রগ এট নইর', যার অর্থ 'লাল এবং কালো'।  এ ধরনের কলম প্রথম বাজারে আনা হয় ১৯০৯ সালে। কালো এবোনাইটে তৈরি কলমটিতে দেয়া হয় লাল ঢাকনা।  

এক সময় ইউরোপের শিক্ষিত শ্রেণির চিহ্ন হয়ে ওঠে কলমটি।  যদিও তা প্রথম থেকেই জনপ্রিয় হয়নি।  তবে পরবর্তীতে গোটা বিশ্বে ঝড় তোলে কলমটি।  মন্টব্ল্যাঙ্কের মেইস্টারস্টাক কলমটি দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।  বর্তমানে সেই সময়ের ‌‘রগ এট নইর' বিভিন্ন নিলামে উচ্চমূল্যে বিক্রি হয়।

মন্টব্ল্যাঙ্কের ঐতিহ্যবাহী কালেকশন হিসেবে দারুণ জনপ্রিয় ‘রগ এট নইর’ সিরিজ।  এগুলোর মধ্যে আবার গুটিকয়েক আল্ট্রা-লিমিটেড কালেশকন।  এগুলো রত্নখঁচিত হয়ে উন্মুক্ত হয়।

১৯২০-এর দশকে মন্টব্ল্যাঙ্ক বহু মূল্যের সার্পেন্ট-ক্লিপ পেন ডিজাইন করেস।  ‘রগ এট নইর’ আল্টিমেট সার্পেন্ট লিমিটেড এডিশনের একটি কলমের ওজন ছিল ১৩০ গ্রাম।

এতে মেশানো হয় ৯৯ গ্রাম রোজ গোল্ড।  মন্টব্ল্যাঙ্কের ঝর্ণা কলম প্রস্তুতে এটাই সর্বোচ্চ স্বর্ণের ব্যবহার।  এর ক্যাপ এবং দেহটা ১৫.৩৪ ক্যারেটের গাঢ় নীল রংয়ের স্যাফায়ারে প্রস্তুত।

এতে ১৫৩টি হীরার টুকরো হাতে অতি যত্নে বসানো হয়।  ক্যাপটি খোলা হলে রোজ গোল্ডের নিবটি বেরিয়ে আসবে।  এতে রুবি দিয়ে যেন দুটো চোখ বসিয়ে দেয়া হয়েছে।  

ক্যাপের অগ্রভাগে মন্টব্ল্যাঙ্কের ৬.১৫ ক্যারেটের ডায়মন্ডগুলো থেকে আলো ঠিকরে পড়ে।  এর দাম ধরা হয় ১.৩৬ মিলিয়ন ডলার।

নগ এন নইর ইম্পেরিয়াল সার্পেন্ট লিমিটেড এডিশন ৩ নির্মাতার নতুন মডেল।  এ কলমের গা বেয়ে জড়িয়ে রয়েছে হোয়াইট গোল্ডের সাপ আর ৫৫টি আলাদাভাবে কাটা হীরা।  

কিলবিলে সাপ যেন পেঁচিয়ে রয়েছে কলমটি।  পেঁচিয়ে রয়েছে ১০৬টি স্যাফায়ার।  মাত্র তিনটি তৈরি করা হয়েছে।

রয়াল সার্পেন্ট লিমিটেড এডিশন ১০-এ ধূসর পিভিডি-কোটেড সাপের ত্বকের মোটিফ করা হয়েছে হোয়াইট গোল্ড দিয়ে।  মাত্র ১০টি কলম বানানো হয়েছে এ মডেলের।  

হীরা ও রুবি বসানো হয়েছে কলমজুড়ে।  ক্যাপের অগ্রভাবে বসানো হয়েছে ৭২টি হীরা। সার্পেন্ট লিমিটেড এডিশন ১১০ বানানো হয়েছে গ্রাফাইট রংয়ের পিভিডি-কোটেড টাইটানিয়াম ও হোয়াই গোল্ডে।

সাপের দুই চোখে রয়েছে দুটো রুবি।  উভয় ক্লিপ ও নিব তৈরি হয়েছে হোয়াইট গোল্ডে।  এ সংস্করণটি বানানো হয়েছে ১১০টি। প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য পরিমাণমত কলম এখনো বানানো হচ্ছে।  সূত্র : ফোর্বস
২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে