বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬, ০৯:২১:১৭

যা সচরাচর ঘটে না, এই খবর পড়লে আপনিও কাঁদবেন!

যা সচরাচর ঘটে না, এই খবর পড়লে আপনিও কাঁদবেন!

এক্সক্লুসিভ ডেস্ক : যা সচরাচর ঘটে না, কিন্তু এই খবর পড়লে আপনিও কাঁদবেন! আপনাকে অবাক করবেই।  এমন ঘটনা সাধারণত আপনার অজানাই।  এই গোরিলা মায়ের গল্প এককথায় অনন্য।  

চেক প্রজাতন্ত্রের প্রাগ চিড়িয়াখানায় সম্প্রতি শাবকের জন্ম দিয়েছে শিন্ডা নামে একটি গোরিলা।  প্রাথমিকভাবে মনে হতেই পারে, এ আর এমন কী খবর! আসুন, জেনে নিই শিন্ডার এ কাহিনী।  

ইবেলার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

প্রাগের চিড়িয়াখানায় এখন শিন্ডাকে দেখার ভিড়।  শিন্ডা এক মুহূর্তের জন্যও তার সন্তানকে কোলছাড়া করতে চায় না।  আদরে, যত্নে যে ভরে দিচ্ছে একরত্তি শাবককে।  কিন্তু কোলছাড়়া করতেই হচ্ছে সন্তানকে।

কেননা এর আগমনে প্রাগ চিড়িয়াখানার গোরিলা পরিবারে যেন আনন্দের ধুম লেগে গেছে।  শিন্ডার চেহারা এমনিতে আর পাঁচটা গোরিলার থেকে বড়সড়।  

সোজা কথায়, শিন্ডা মোটা।  এই মোটা চেহারার জন্যই তার জীবনে নেমে এসেছে একের পর এক যন্ত্রণার অধ্যায়।  এর আগে বহুবার শিন্ডা গর্ভধারণ করেছিল।  কিন্তু কোনোবারই সন্তানের মুখ দেখা হয়নি তার।  প্রতিবারই তার মিসক্যারেজ হয়েছে।  প্রাণের সঞ্চার হয়নি তার শরীরের ভেতরে।

চিড়িয়াখানার চিকিৎসকরা একসময়ে শিন্ডার খাওয়া-দাওয়া অর্ধেক করে দিয়েছিলেন, যাতে তার ওজন কমানো যায়।  পরে ধীরে ধীরে আবার স্বাভাবিক খাবারে ফিরিয়ে আনা হয় শিন্ডাকে।

ঘটনা হলো, গত কয়েক মাস ধরেই শিন্ডা ফের মোটা হচ্ছিল। চিড়িয়াখানার কর্মীরা ভেবেছিলেন, ফের খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে।  অবাক করার মতো বিষয় এখানেই।  শাবকটির জন্ম হওয়া পর্যন্ত তারা ঘুণাক্ষরেও টের পাননি যে, শিন্ডা গর্ভবতী! স্রেফ শরীরে মেদ জমার কথা ভেবেছিলেন তারা।

অবশেষে একদিন সকালে শিন্ডার কোলে ছটফট করতে দেখা যায় একটি ক্ষুদ্র প্রাণীকে।  রোগাটে, লিকলিকে চেহারা।  কিন্তু স্বভাবে বেশ চটপটে।  আর মায়ের কোলঘেঁষা বললেও কম বলা হয়।

এমন সন্তানকে কি কোনো মা কোলছাড়া করতে পারে? শিন্ডার জিয়নকাঠি যে ওই খুদেটার হৃৎপিণ্ডেই লেগেছিল।  এখনো যে সন্তানকে দেখার সুযোগ হয়নি তার।
২৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে