বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০৫:৩৩:০৪

কলা খেলেই এবার সারবে ক্যান্সার, জেনে নিন কোন কলা?

কলা খেলেই এবার সারবে ক্যান্সার, জেনে নিন কোন কলা?

এক্সক্লুসিভ ডেস্ক : কলা অনেক চমৎকার একটি ফল। তবে কলা নিয়ে অামাদের সমাজে একটি গালি পচলিত রয়েছে। অনেকেই রেগে গেলে বলে থাকেন 'কেলা' হইছে বা খাইছি এমন সব শব্দ ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি হয়তো জানেনও না এই কলাই আমাদের শরীরের পক্ষে অনেক বড় উপকারী একটি ফল। তহলে এখন থেকে কলা নিয়ে আর গালাগালি নয়।

কলা খাওয়া তো ভাল, কিন্তু কেমন কলা কিনবেন বলুন তো? আপনার উত্তর নিশ্চয় দাগহীন, টাটকা ফল। তা হলে আজ থেকেই আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে নিন। এ বার থেকে বাজারে গিয়ে বেছে বেছে দাগি কলা কিনুন।

কারণ বিশেষজ্ঞদের মতে, দাগি কলাই নাকি বেশি উপকারি। দাগি কলা নাকি ক্যানসার রোধ করতে বিশেষ ভাবে সাহায্য করে।

কলা যত দাগি হবে তার নাকি ততই পুষ্টিগুন। লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে এই তথ্য জানিয়েছেন এক দল বিজ্ঞানী। তারা জানান, কলার খোসার উপরে যে বাদামি ছোপ থাকে তা আসলে টিএনএফ (টিউমার নেক্রোসিস ফ্যাক্টর)। টিএনএফ অ্যান্টি ক্যানসার উপাদান। যা দেহে কোনও অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার রোধ করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়িয়ে তোলে।

এ ছাড়াও কলা অ্যাসিডিটি দূর করে। রক্তচাপ স্বাভাবিক রাখে, রক্তাল্পতা কমিয়ে আপনাকে সুস্থ রাখে। তা হলে আর নিশ্চয় দাগি কলা দেখে মুখ ঘুরিয়ে চলে যাবেন না।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে