বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬, ০৬:৪১:০৩

চোখের রঙ দেখেই চেনা যাবে তিনি কেমন মানুষ!

চোখের রঙ দেখেই চেনা যাবে তিনি কেমন মানুষ!

এক্সক্লুসিভ ডেস্ক : চোখ নিয়ে আমাদের পরিচিত অনেক গান রয়েছে। তার মধ্যে সুন্দর একটি গানের কথা মনে পড়ে গেল এই প্রতিবেদনটি লেখার সময় 'চোখ যে মনের কথা বলে, চােখে চোখ রাখা দায়'। আবার অনেকেই চোখকে ‘মনের জানালা’ ও বলে থাকেন। কারণ, চোখের রঙ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে। আমরা যখন রেগে যাই তখন চোখ হয় লাল। আবার আনন্দিত হলে চোখ ঝলমল করে ওঠে। চোখের ভাষা সম্পর্কে এ রকম নানা তথ্য চলে আসছে দীর্ঘ দিন ধরে। সম্প্রতি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন চোখের রঙের সঙ্গে মানুষের আচরণের যোগসূত্র। গবেষণায় উঠে এসেছে, বাদামি ও হালকা বাদামি রঙের চোখ শুধু বিশ্বস্ত নয়, আকর্ষণীয়ও বটে। বাকি চোখের রঙ কী বলে? জেনে নিন চোখ নিয়ে কিছু চোখ ধাঁধানো তথ্য।

সবুজ চোখ : এই ধরনের চোখের মানুষ খুবই কম। মানুষের চোখে এঁরা আকর্ষণীয় এবং রহস্যময় হন। এঁরা সব ধরনের মানুষের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারে।

কালো চোখ : কালো চোখের ব্যক্তিরা দায়িত্বশীল এবং প্রগাঢ় স্বভাবের হয়। তাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এরা খুবই আশাবাদী। মানুষের উপকারে সবসময় নিজেদের উৎসর্গ করে। কিন্তু তারা অনেক কিছুই গোপন করে। নিজের সম্পর্কে তেমন কথা বলতে পছন্দ করে না।

নীল চোখ : এই ধরনের মানুষরা শারীরিক এবং মানসিক ভাবে খুব শক্তিশালী হন। এঁদের মানসিক দৃঢ়তা অন্যেরা বুঝতে পারে না ফলে এঁদের ভীরু বলে ভুল করে।

ঘন বাদামি বা কালো বাদামি চোখ : এঁরা স্বভাবজাত নেতা। বিশ্বস্ততা, আকর্ষণীয়, আত্মবিশ্বাসী, চমৎকার মনের মানুষ হন এঁরা। তা ছাড়া, প্রকৃতি প্রেমিক, ধর্মপরায়ণ এবং সুদৃঢ় মস্তিষ্ক অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য।

হালকা বাদামি চোখ : কমনীয়তা এবং মার্জিত চরিত্র এঁদের অন্যতম বৈশিষ্ট্য। এঁরা সাধারণত কৌতুকপ্রিয়, স্বাধীন, সাহসী, রোমান্টিক হয়। এঁরা সাধারণত অধিকারীরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। স্বতঃস্ফূর্ততা তাদের বিশেষ গুণ।

ধূসর চোখ : ধূসর চোখের ব্যক্তিরা কম আক্রমণাত্মক, ভদ্র এবং বুদ্ধিমান হন। তারা কথার চেয়ে কাজে বিশ্বাস করেন বেশি। এই ধরনের মানুষ অত্যন্ত সংবেদনশীল হন। এরা যুক্তি দিয়ে সব কিছু বিচার করে থাকেন।-আনন্দবাজার
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে