বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৯:০৫

ডায়াবেটিস থেকে পূর্ণ আরোগ্য সম্ভব

ডায়াবেটিস থেকে পূর্ণ আরোগ্য সম্ভব

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের বয়স বাড়ার সাথে সাথে অনেককে গ্রাস করে ডায়াবেটিস নামক রোগটি। মানবদেহে ডায়াবেটিস তৈরি হওয়ার নির্দিষ্ট কারণ চিহ্নিত হওয়ায়, ওষুধের মাধ্যমে এ রোগ থেকে পূর্ণ আরোগ্য পাওয়ার সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি যুক্তরাজ্যের ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার খবরে বলা হয়, একটি হরমোনের বিষাক্ত জমাটের (ক্লাম্প) কারণে ইনসুলিন সরবরাহকারী কোষ (সেল) বন্ধ হয়ে যায়। এর ফলে মানবদেহে ডায়াবেটিসের সৃষ্টি হয় বলে ম্যানচেস্টার ইউনিভার্সিটির বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন।

টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস একই কারণে হয়ে থাকে মত দিয়েছেন গবেষকরা। ওষুধ প্রয়োগের মাধ্যমে ক্ষতিকর ওই হরমোন দূর করে ডায়াবেটিসের আরোগ্য সম্ভব বলে পত্রিকাটির খবরে বলা হয়।

গবেষণায় দেখা যায়, অনেক সময় মানবদেহে অ্যামিলিন হরমোন জমাট বেঁধে যায় এবং ইনস্যুলিন উৎপাদনক্ষম কোষগুলোকে নষ্ট করে ফেলে।

রক্তপ্রবাহ থেকে পেশীতে সুগার সরবরাহ করতে এবং ফ্যাটি টিস্যু সরাতে সাহায্য করে ইনসুলিন। কিন্তু এর মাত্রা কমে গেলে রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যায়, যা হার্ট, কিডনী, চোখে ও নার্ভের ক্ষতি করে।

নতুন গবেষণার ফল এমন একটি ওষুধ আবিষ্কারের পথ বের করবে, যা শরীরে অ্যামিলিন তৈরি বাধাগ্রস্ত করবে অথবা জমাট বাধা অ্যামিলিন সরিয়ে দেবে।

বিজ্ঞানীদের আশা, আগামী দুই বছরের মধ্যে ডায়াবেটিস স্থায়ীভাবে দূর করার ওষুধ পরীক্ষামূলকভাবে ক্লিনিকে দেয়া যাবে। সবার আগে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে ডায়াবেটিসের ওই ওষুধটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ (ক্লিনিক্যাল ট্রায়াল) করা হবে।

ডায়াবেটিস বিশ্বের পরিচিতি একটি রোগ যাতে প্রতিবছর ৭০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। মানবদেহের অগ্ন্যাশয় একইসঙ্গে ইনস্যুলিন ও অ্যামিলিন সরবরাহ করে। পরিপাক কিংবা খাবার সংক্রান্ত অন্যান্য কাজে এই দুটি উপাদান একইসঙ্গে কাজ করে।

তবে অগ্ন্যাশয় থেকে বের হওয়া কিছু অ্যামিলিন অনেক সময় অগ্ন্যাশয়েরই কোষের (সেলের) চারপাশে জমাট বাঁধে। পরে এগুলো ইনস্যুলিন সরবরাহকারী কোষ (সেল) ধ্বংস করে ফেলে।

এ কোষগুলো ধ্বংস হওয়ার ফলেই ডায়াবেটিস হয়। আগের গবেষণায় বলা হয়েছিল, এ প্রক্রিয়ায় টাইপ-২ ডায়াবেটিস সৃষ্টি হয়ে থাকে। তবে বিজ্ঞানীরা এখন বলছেন, টাইপ-১ ডায়াবেটিসও একই কারণে হতে পারে।

অনেকদিন ধরে ডায়াবেটিসের ওপর অ্যামিলিনের প্রভাব নিয়ে গবেষণা চলছিল বলে জানিয়েছেন যুক্তরাজ্যের ডায়াবেটিস গবেষক এলাসডিয়ার রেনকিন।

২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে