শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৬:১০:০২

সাড়ে তিন লাখ টাকায় নতুন গাড়ি, পহেলা মে থেকে বুকিং শুরু

সাড়ে তিন লাখ টাকায় নতুন গাড়ি, পহেলা মে থেকে বুকিং শুরু

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের বাজারে আসছে নিসান-এর হাচব্যাক এ বছরের নতুন ডাটসুন রেডি গো। সাধ আর সাধ্যের মধ্যেই পাওয়া যাবে এ গাড়ি। আগামী পহেলা মে থেকে শুরু হচ্ছে এ গাড়িটির বুকিং।

এর আগের গাড়িটি মধ্যবিত্ত ছোট পরিবারের জন্য আদর্শ হলেও সমস্যা ছিল নিরাপত্তা নিয়ে। এবার তা কাটিয়ে উঠেছেন কোম্পানিটি। তাই বুকিং শুরু করতে যাচ্ছে। এই গাড়িটি সাধ আর সাধ্যের মধ্যেই কেনা যাবে। এটির দাম ধরা হয়েছে সাড়ে তিন লাখ টাকা।

ডাটসুন গো-র ক্র্যাশ প্রোটেকশন খুব একটা ভাল ছিল না। তাছাড়া অত্যন্ত খারাপ ছিল নিসানের সার্ভিস। আশা করা যায় নতুন ডাটসুন রেডি গো নিয়ে সেই সমস্যাগুলি থাকবে না। কারণ গত বছর ডিসেম্বরে এ গাড়ির ক্র্যাশ প্রোটেকশন টেস্ট বেশ ভালই উতরেছে।

ফলাফল সন্তোষজনক বলেই শোনা গিয়েছে। রেনল্ট কেউইড, টাটা ন্যানো এবং মারুতি সুজুকি অল্টো কে১০-এর সঙ্গে প্রতিযোগিতা থাকবে এই গাড়ির। অন রোড দাম শুরু হবে ৩.৫ লাখ।

এক ঝলক দেখে নেওয়া যাক ডাটসুন রেডি গো-র স্পেকস—

১। ডাটসুন গো-র মতোই নতুন গাড়িতেও থাকবে ৮০০ সিসি ১.২ লিটার থ্রি সিলিন্ডার ইঞ্জিন। ৬৭ ব্রেক হর্সপাওয়ার এবং ১০৪এনএম টর্ক।
২। ফাইভ-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
৩। এই পেট্রল গাড়িটি পাওয়া যাবে হয় সিএনজি নয়তো এলপিজি কমপ্যাটিবল ভার্সনে।  
৪। মোটামুটিভাবে ২২.৭ কিলোমিটার প্রতি লিটারের বেশিই মাইলেজ পাওয়া যাবে বলে শোনা গিয়েছে। যেহেতু প্রতিযোগিতা রয়েছে অল্টো-র সঙ্গে।
৫।  তা ছাড়া, মিউজিক সিস্টেম, রিয়ার ডি-ফগার এবং ওয়াশার তো আছেই।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে