শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৭:৩৬:২৮

বন্ধুর মৃতদেহের ছাই দিয়ে টোপ, বরশিতে ধরা পড়লো বিশাল একটি মাছ!

বন্ধুর মৃতদেহের ছাই দিয়ে টোপ, বরশিতে ধরা পড়লো বিশাল একটি মাছ!

এক্সক্লুসিভ ডেস্ক : বরশি দিয়ে মাছ ধরার শখ কার না আছে।  কারো একটু বেশি আবার কারো একটু কম।  তবে বরশি দিয়ে পেশাদার মাছ ধরার লোকের অভাব নেই।  তবে কখনো কি শুনেছেন, মৃতদেহের ছাই দিয়ে টোপ বানিয়ে মাছ ধরার? এমন ঘটনা ঘটেছে ব্রিটিশে।

মাছ ধরার নেশা দুই ব্রিটিশ ভদ্রলোকের।  তাদের আরেক বন্ধু মৃত্যুবরণ করেছেন বেশ আগেই।  তার প্রতি সম্মান দেখাতে একটা পরিকল্পনা করলেন।  বন্ধুর মৃতদেহের ছাই দিয়ে বানালেন টোপ।

এরপর থাইল্যান্ডে গিয়ে ১৮০ পাউন্ড ওজনের একটি সিয়ামিজি কার্প ধরলেন তারা।  মাছের টোপ হিসেবে ব্যবহার করলেন বন্ধুর মৃতদেহের ছাই।  

৬৪ বছরের রন হপারের বাস ব্রিটেনে হাল শহরে।  বন্ধু পল ফেয়ারব্রাস এবং ক্লিফ ডেলের সঙ্গে থাইল্যান্ডে মাছ ধরতে আসার কথা ছিল তারও।  কিন্তু এর আগেই ক্যান্সারে মারা যান তিনি।  

শারীরিক অবস্থা খারাপ হওয়ার পর একটি ইচ্ছার কথা জানিয়ে দেন তিনি।  তার দেহের ছাই-ভস্ম দিয়ে যেন বিশাল একটা মাছ ধরা হয়। মৃত্যুর পর তার শেষ ইচ্ছা পূরণ করতে ভোলেননি তার বন্ধুরা।

ফেয়ারব্রাস এবং ডেল বন্ধুর মৃতদেহের ছাই দিয়ে 'পার্পল রোনি' টোপ তৈরি করলেন।  এ টোপেই ধরা পড়ে ওই বিশাল আকারের কার্প মাছটি।  টোপ গেলার পর মাছটি ধরতে সময় লাগে তিন ঘণ্টা।  এতে ঘাম ঝরান দুজন।

ফেয়ারব্রাস বলেন, ও বেঁচে থাকলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতো। সবচেয়ে বড় মাছগুলোর একটিকে ধরেছি।  এটা রনির টোপ ব্যবহার করেই ধরা বোধহয় কপালে জুটেছে।  

তবে রনির দেহের পুরো ছাই এ কাজে ব্যবহৃত হয়নি।  অর্ধেক ছাই তার স্ত্রী জুডিথ তা ক্যারিবিয়ান দ্বীপ গ্রানাডার সৈকতে ছড়িয়ে দিয়েছেন।

এর আগে ১৩৪ পাউন্ডের সিয়ামিজি কার্প ধরা রেকর্ড হয়ে আছে। ইন্টারন্যাশনাল গেম ফিশিং অ্যাসোসিয়েশন মৌসুম ছাড়া মাছ ধরা বন্ধ করে দিয়েছে।

ডেল জানান, মাছটি ধরার পর আমি স্বর্গের দিকে তাকালাম আর বললাম, বন্ধু তোমাকে ধন্যবাদ।  সূত্র : ফক্স নিউজ
২৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে