শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬, ০৮:১৮:২৯

কোনো মিউজিক নয়, ১১৮টি গাড়ির আওয়াজ দিয়ে তৈরি হলো 'ড্রাইভ মে জুনুন'!

কোনো মিউজিক নয়, ১১৮টি গাড়ির আওয়াজ দিয়ে তৈরি হলো 'ড্রাইভ মে জুনুন'!

এক্সক্লুসিভ ডেস্ক : বলিউড তপাড়ায় এখন হিট গান মানেই অরিজিৎ সিং। এবার অরিজিৎ সিংয়ের আওয়াজে মাতল বিজ্ঞাপনের দুনিয়াও। 'হুনডাই মোটর ইন্ডিয়া'র এই গান শুধু হিটই নয়, ইউথ অ্যান্থেম। কিন্তু অরিজিৎ সিংয়ের আওয়াজ ছাড়াও এই গানে আছে আরো একটি বিশেষত্ব। গানটির মিউজিক তৈরিতে ব্যবহার হয়নি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই গানের মিউজিক তৈরি হয়েছে শুধু গাড়ির আওয়াজ দিয়ে।

হুনডাই ইন্ডিয়ার নতুন মিউজিক ভিডিও 'ড্রাইভ মে জুনুন'। এই ভিডিও তৈরি করেছেন ভারতের দুই মিউজিক্যাল আইকন অরিজিৎ সিং ও ক্লিনটন সেরেজো। 'ড্রাইভ মে জুনুন'-র মিউজিক তৈরি হয়েছে শুধু গাড়ি দিয়ে। ব্যবহার করা হয়েছে ১১৮টি এলিট i20 গাড়ির বিভিন্ন রকম আওয়াজ। মুক্তি পাওয়ার খুব অল্প সময়ের মধ্যেই হুন্ডাইয়ের এই মিউজিক ভিডিও পেয়ে গিয়েছে ১ কোটি দর্শক। এটাই কোনো অটোমোবাইল কোম্পানির প্রথম মিউজিক ভিডিও যা এত দ্রুত ১ কোটি ভিউয়ারশিপ ছূঁয়েছে। 'ড্রাইভ মে জুনুন'-ই এখন ইয়ং ইন্ডিয়ার জুনুন। এই গানের 'ফ্যান' হয়ে গিয়েছেন কিং খানও।
২৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে