বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১০:০১

৬০ দিনের মধ্যে অনলাইনে বিয়ে

৬০ দিনের মধ্যে অনলাইনে বিয়ে

এক্সক্লুসিভ ডেস্ক : আনুষ্ঠানিকতায় পাত্র-পাত্রীর বিয়ে বন্ধনে মজাটাই অন্যরকম। এতদিন সেভাবে চলে আসলেও মোবাইল ফোন বা টেলিফোনে বিয়ের কাজটাও হচ্ছে। কিন্তু এখন অনলাইনে বিয়ে বন্ধনের প্রচলনটাও চালু হলো।

ভারতে এখন থেকে অনলাইনে বিয়ে নিবন্ধন করতে পারবেন। নতুন আইনে বিয়ের ৬০ দিনের  মধ্যে এই নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

অনলাইনে পাসপোর্ট আবেদনে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় বিয়ে নিবন্ধনেও ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে চূড়ান্ত পর্যায়ে নবদম্পতিকে বিয়ে নিবন্ধকের কার্যালয়ে উপ-বিভাগীয় ম্যাজিট্রেটের সামনে হাজির হতে হবে।

দিল্লি সরকারের রাজস্ব বিভাগের ই-জেলা প্রকল্পের অন্তর্ভুক্ত অনলাইনে বিয়ে নিবন্ধন কার্যক্রম চালু হবে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে। বিয়ে নিবন্ধনে দালাল ও  মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

নয়াদিল্লির উপ-কমিশনার মনা শ্রীনিবাসন জানান, রেলওয়ের ই-টিকেট বুকিং দেয়ার সময় গ্রাহককে যেমন আইডি ও পাসওয়ার্ড দেয়া হয়, বিয়ে নিবন্ধনের ক্ষেত্রেও একইভাবে আবেদনকারীকে আইডি-পাসওয়ার্ড দেয়া হবে।

তিনি জানান, জেলা পোর্টালে আবেদনের ফরম থাকবে। আবেদনকারীদের ফরমটি অনলাইনে পূরণ করতে হবে। তবে বাল্যবিবাহ বন্ধ করতে ১৮ বছরের নিচে আবেদন গ্রহণযোগ্য নয়।

উপ-কমিশনার জানান, যতক্ষণ পর্যন্ত নিবন্ধক আবেদনকারী দম্পতির প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হবেন ততক্ষণ আবেদন চূড়ান্ত বলে গণ্য হবে না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে