শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ১১:১৯:৪২

দাবি আদায়ে অভিনব সর্প নৃত্য! সামাজিক মাধ্যমে তোলপাড়

দাবি আদায়ে অভিনব সর্প নৃত্য! সামাজিক মাধ্যমে তোলপাড়

এক্সক্লুসিভ ডেস্ক : ডিজিটাল যুগে আন্দোলনের ধরণও পাল্টেছে। এখন আর হরতাল বা অনশনের মত প্রতিবাদ দিয়ে সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের কাবু করা সম্ভব হচ্ছে না। তাই দাবি আদায়ে ভিন্ন রকম এক প্রতবিাদের মাধ্যম বেছে নিয়েছেন আন্দোলনকারীরা। এক্ষেত্রে করেছে ভারতের মহারাষ্ট্রের বুলধানিয়ার বাসিন্দারা।

ওই অঞ্চলের লোকজন দীর্ঘদিন ধরে পাবলিক ওয়ার্কর্স ডিপার্টমেন্ট কর্তৃপক্ষের কাছে ছাত্রাপতি শিবাজি মার্কেট সংলগ্ন সড়কগুলো মেরামতের দাবি জানিয়ে আসছিল। কিন্তু ওই বিভাগের কর্মকর্তারা তাদের দাবিতে গা করছিলেন না। এতে তিতিবিরক্ত হয়ে সম্প্রতি এক অভিনব স্টাইলে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগিরা।

ঘটনার দিন বুলধানিয়া এলাকার কয়েকজন পুরুষ নাগিন ডান্স (সাপের মত হাত বাঁকিয়ে কোমর দুলানো নাচ) করতে করতে পাবলিক ওয়ার্কর্স ডিপার্টমেন্টের স্থানীয় দপ্তরে ঢুকে পড়েন। ঠিক যেন বলিউডের সুপারিহিট ছবি মুন্নাভাই ছবির কোন সিকুয়াল।

ওই সরকারি কার্যালয়ে ঢোকার পরও তাদের নাচ বন্ধ হয়নি। বরং কর্মকর্তাদের মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সাপুড়ে নৃত্য চালাতে থাকেন। এসময় কয়েকজনকে হাততালি দিয়ে স্বাগত জানাতে দেখা যায়। এ ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েন সরকারি কর্মকর্তারা। তাদের নির্ধারিত বৈঠকেও ছেদ পড়ে। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে প্রতিবাদকারীদের সরিয়ে দেয়া হয়।

ভারতের সামাজিক মাধ্যমগুলোতে এই অভিনব বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়ার পর সকলেই এ উদ্যোগের প্রশংসা করেছেন। এতে কাজ হউক বা না হউক, মাথা ভারি প্রশাসনের যে খানিকটা নড়েচড়ে বসেছেন, এটাই যথেষ্ট। দাবি আদায়ের অভিনব এ প্রক্রিয়াটিও নাকি অনেকের মনে ধরেছে।
৩০ এপ্রিল, এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে