শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬, ১২:৪১:১৩

বলতে পারবেন, জাকারবার্গের বেতন কত, তার নিরাপত্তায় ব্যয় হয় কত ডলার?

বলতে পারবেন, জাকারবার্গের বেতন কত, তার নিরাপত্তায় ব্যয় হয় কত ডলার?

এক্সক্লুসিভ ডেস্ক :  মার্ক জাকারবার্গ। তাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। সম্ভবত তিনিই একমাত্র ব্যাক্তি, যাকে পুরো বিশ্ব চিনেন একনামে। তার এই পরিচিতিটা এসেছে ফেসবুক থেকে। আর এই ফেসবুকের জনক তিনি।

বর্তমান বিশ্বে ফেসবুক সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান। শুধু প্রভাবশালী কেন, এই ফেসবুকের মত এতটা জনপ্রিয় মাধ্য দ্বিতীয় আর একটি আছে বলেও মনে হয় না। মানুষের জীবনে ফেসবুক এখন একটি নিত্য প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে।

এদিকে মার্ক জাকারবার্গ সম্পর্কে জানার আগ্রহ অনেকের মাঝেই রয়েছে। তিনি কি করেন। তিনি কি খান। তিনি কি পরেন। এমন আরও অনেক কিছুই জানার আগ্রহ রয়েছে অনেকের মাঝে। তবে কেউ জানেন কি, জাকার বার্গ ফেসবুক থেকে বেতন কত পান?

সম্প্রতি রেডউড সিটিতে অনুষ্ঠিত ফেসবুকের শেয়ারহোল্ডারদের বার্ষিক সভা হয়ে গেলো। ক্যালিফোর্নিয়ার হেডকোয়ার্টার থেকে ২০ মিনিটের পথ। সেখানে জানা গেলো ফেসবুক থেকে কত বেতন পাচ্ছেন জাকারবার্গ।

জানা গেছে, জাকারবার্গ অ্যাপলের সাবেক সিইও স্টিভ জবসের পথ অনুসরণ করেছেন। তার বেতন মাত্র ১ ডলার। এর অর্থ এই নয় যে তিনি হতদরিদ্র মানুষ। ফেসবুক স্টকের ৪২২ মিলিয়ন শেয়ারের মালিক তিনি। এই শেয়ার এবং অন্যান্য সম্পদের পরিমাণ ৪৭.৫ বিলিয়ন ডলার।

এদিকে ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ বেতন পান ৭ লাখ ডলার। চিফ ফিনানসিয়াল অফিসার ডেভিড ওয়েনারের বেতন সাড়ে ৬ লাখ ডলার। আর চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স বেতন পান ৬ লাখ ২৫ হাজার ডলার। এদের সবার জন্যে বোনাস ও স্টকের ব্যবস্থাও রয়েছে।

এছাড়া বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসাবে ফোর্বসের তালিকায় উঠে এসেছে মার্ক জাকারবার্গেরনাম। গ্রহের সবচেয়ে ক্ষমতাধরদের মধ্যে তার স্থান ১৯তম। কাজেই তার নিরাপত্তা জরুরি। বছরে এ কাজে ৫ মিলিয়ন ডলার ব্যয় করা হয়। ফেসবুকের তথ্যমতে, বেশ কিছু হুমকি রয়েছে মার্কের জীবনে। তার একাধিক বাড়ির নিরাপত্তা ও ব্যক্তিগত বিমানসহ যাবতীয় নিরাপত্তাব্যবস্থা সামলাতে এই অর্থ ব্যয় করতে হয়। সম্প্রতি স্যান্ডবার্গের জন্যেও নিরাপত্তার ব্যবস্থা করেছে ফেসবুক। এর পেছনে বছরে গুনতে হয় ১.৩ মিলিয়ন ডলার।
৩০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে