রবিবার, ০১ মে, ২০১৬, ১১:৪৫:০৬

১৪ দিন পর ৭২ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার, কিভাবে বেঁচে ছিলেন তিনি?

১৪ দিন পর ৭২ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার, কিভাবে বেঁচে ছিলেন তিনি?

এক্সক্লুসিভ ডেস্ক : ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পের প্রায় দু’সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধার কাজে অংশ নেওয়া ভেনিজুয়েলার একটি দল মেনুয়েল ভাসকুইজ নামে ওই বৃদ্ধকে উদ্ধার করে।

গত ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৫৮ মিনিটে) ইকুয়েডরে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ছয়শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

মেনুয়েল ভাসকুইজকে উদ্ধারের বিষয়ে সংবাদমাধ্যম জানায়, মানাবি প্রদেশে একটি ভবনের নিচ থেকে আওয়াজ পাওয়া যায়। এরপর সেখানে অভিযান চালিয়ে ৭২ বছর বয়সী ভাসকুইজকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল ভূমিকম্পের তৃতীয় দিন ধ্বংসস্তূত থেকে এক জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচ থেকে মোবাইলে ফোন করে তার মাকে জীবিত থাকার বিষয়টি জানান। এরপর উদ্ধারকর্মীরা পোর্তোভিয়ো শহরের একটি হোটেলের ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করে।
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে