এক্সক্লসিভ ডেস্ক : রাজধানীতে প্রায় গাড়ি চোর চক্রে পড়ে হারাচ্ছেন সখের গাড়িটি। সম্প্রতি গাড়ি চোর চক্রের সদস্যরা তাদের চুরির কৌশল বদলে ফেলেছে। এরা এখন সব গাড়ি চুরি করেনা। সুযোগ বুঝে মালিকের গতিবিধির ওপর নজরদারি শেষে চুরির কাজে নেমে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সংঘবদ্ধ গাড়িচোররা গাড়ি নিয়ে হাওয়া হয়ে যায়।
পরে কখনো গাড়ির রং বদলে ইঞ্জিন নম্বর টেম্পারিং করে অন্যত্র বিক্রি করা হয়। আবার কখনো শুধু গাড়ির যন্ত্রাংশ বিক্রি করে থাকে এরা। এছাড়া গাড়ি চুরির পর ফেরত দেয়ার জন্য মালিকের কাছে মুক্তিপণও দাবি করা হয়। বিভিন্ন সময়ে র্যাব ও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে।
র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িচোর চক্রের সদস্যরা এখন রীতিমতো গাড়ি চুরির ওপর গবেষণা করছে। এর একটি অংশ হলো গোয়েন্দা নজরদারি চালানো। সিন্ডিকেটের সদস্যরা মার্কেট, শপিংমল, ব্যাংক, বাণিজ্যিক এলাকায় আগে থেকেই অবস্থান নেয়। এসব জায়গায় প্রাইভেট কার এসে থামার সঙ্গে সঙ্গেই তারা তৎপর হয়ে ওঠে।
গাড়ির চালক বা মালিক কোন দিকে যায় তা গোয়েন্দাদের মতোই অনুসরণ করা হয়। একপর্যায়ে তা মোবাইলে জানিয়ে দেয়া হয় সিন্ডিকেটের অপর সদস্যদের। তারপর তারাই কৌশলে গাড়িটি চুরি করে পালিয়ে যায়। ৩০ মিনিট সময় পেলেই সিন্ডিকেটের যে কোনো সদস্য একটি গাড়ি চুরি করতে সক্ষম বলে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন।