শুক্রবার, ০৬ মে, ২০১৬, ০৩:৪৯:৪৯

মানুষের শরীরে অঙ্গ প্রতিস্থাপনে ড্রোন ব্যবহার!

 মানুষের শরীরে অঙ্গ প্রতিস্থাপনে ড্রোন ব্যবহার!

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের শরীরে অঙ্গ প্রতিস্থাপনের কাজে এবার ব্যবহার হতে পারে ড্রোন।  এ প্রকল্পকে বাস্তবে রূপায়িত করতে এগিয়ে গিয়েছেন বেঙ্গালুরুর বেশ কয়েকজন বিজ্ঞানী।

অঙ্গ প্রতিস্থাপনে ড্রোনের ব্যবহার সফল হলে জীবন রক্ষায় তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হার্ট কাজ করা বন্ধ করেছে সঞ্জয় গুহর।  কৃত্রিম ব্যবস্থায় তাকে কোনোরকমে বাঁচিয়ে রেখেছেন চিকিত্‍সকরা।  হৃদযন্ত্র প্রতিস্থাপন ছাড়া বাঁচার কোনো আশা নেই বলে জানিয়ে দিয়েছেন ডাক্তাররা।

এ অবস্থায় হার্ট মিলল চেন্নাইয়ের একটি হাসপাতাল থেকে।  কিন্তু তাকে কলকাতা নিয়ে আসা পর্যন্ত কার্যকরী ক্ষমতা থাকবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

এ রকম পরিস্থিতিতে ড্রোনের মাধ্যমে অঙ্গ পরিবহনের বিষয়ে চিন্তাভাবনা করছেন বিজ্ঞানীরা। বিশেষ করে একজন মৃত মানুষের শরীর থেকে বের করে নেয়ার পর হৃদপিণ্ড সবচেয়ে কম সময় কার্যকরী থাকে।

তাই এ ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে হৃদপিণ্ড পরিবহনের বিষয়টিকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে।  কিডনি সংরক্ষণ করা যায় ২৪ ঘণ্টা, লিভার সংরক্ষণ করা যায় ১২ থেকে ১৫ ঘণ্টা।  কিন্তু হৃদপিণ্ড রাখা যায় ১০ ঘণ্টারও কম সময়।

এ প্রকল্পের সেই বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি বাস্তবায়িত হলে অঙ্গ পরিবহনের খরচ অন্তত ৫০% কমে যাবে।  আরো অনেক জীবন বাঁচানোও সম্ভব হবে বলে জানিয়েছেন তারা।  

হরিনারায়ণ কোটার সঙ্গে এ প্রকল্পে রয়েছেন ন্যাশনাল ডিজাইন অ্যান্ড রিসার্চ ফোরামের বৈজ্ঞানিক কে রামাচন্দ্র।  বেশ কয়েকজন মার্কিন বিশেষজ্ঞের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন তারা।

ড্রোনের মাধ্যমে অঙ্গ পরিবহরন কতটা নিরাপদ তা খতিয়ে দেখা হচ্ছে।  অঙ্গ সংরক্ষণের জন্য ড্রোনের মধ্যে ঠিক কী ধরনের ব্যবস্থা রাখা জরুরি তা নিয়েও চিকিত্‍সকদের মতামত নিয়েছেন তারা।

কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে অর্থ সাহায্য চাওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্পের রূপায়ণকারীরা।  বর্তমানে বেশির ভাগ ক্ষেত্রেই সড়ক মাধ্যমে অঙ্গ পরিবহন করা হয়।
৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে