রবিবার, ১৫ মে, ২০১৬, ১০:২৫:২৫

হোয়াটস অ্যাপে করা যায় দারুণ ৭টি কাজ, জানা আছে কি?

হোয়াটস অ্যাপে করা যায় দারুণ ৭টি কাজ, জানা আছে কি?

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি হোয়াটস অ্যাপ ব্যবহার করছেন, কিন্তু জানেন না এর ৭টি দারুণ কাজ।  কি সেই ৭টি সুবিধা, না জানলে জেনে নিন।  আপনার হোয়াটস অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরো দুর্দান্ত হয়ে উঠবে-

১. নিজের হোয়াটস অ্যাপ অ্যাক্টিভিটি গোপন রাখার জন্য ‘প্রাইভেসি’তে ‘লাস্ট সিন’-এর ‘নোবডি’ অপশনটিকে সিলেক্ট করু‌ন।  ‘রেড সেসিপিয়েন্টস’টাকে আনচেক করে দিন।  আপনি কখন হোয়াটস অ্যাপে শেষ অনলাইন ছিলেন বা অন্যদের পাঠানো মেসেজ আপনি পড়েছেন কি না কেউ তা আর জানতে পারবে না।

২. যেসব বন্ধুদের সঙ্গে হোয়াটস অ্যাপে বেশি কথা বলেন তাদের নামের শর্টকাট মোবাইলের হোমস্ক্রিনে তৈরি করে রাখতে পারেন।  যে বন্ধুর শর্টকাট তৈরি করতে চান তার নামটিকে আঙুল দিয়ে একটু বেশিক্ষণ চেপে ধরে রাখলেই চলে আসবে ‘অ্যাড চ্যাট শর্টকাট’ অপশন।

৩. আপনার পাঠানো মেসেজের পাশে নীল টিক চিহ্ন পড়া মানে আপনার বন্ধু মেসেজটি দেখেছে।  কিন্তু কখন দেখেছে? মেসেজটিকে লং প্রেস করে রাখুন, পেয়ে যাবেন মেসেজ ইনফো অপশনটি।  তা থেকেই জানতে পারবেন, কখন আপনার মেসেজটি পড়া হয়েছে।

৪. কোনো বন্ধু এ মুহূর্তে কোথায় আছে জানতে চান? তাকে বলুন, তার লোকেশনটি পাঠিয়ে দিতে। এমনকি আপনি তাকে হোয়াটস অ্যাপে কল করলেও তার অবস্থান জেনে যেতে পারবেন।

৫. আপনি চাইলে প্রত্যেক বন্ধু বা গ্রুপের জন্য আলাদা আলাদা কাস্টম নোটিফিকেশন টোন সেট করে রাখতে পারেন।  চ্যাটের বাঁ-দিকের ওপরে অপশন থেকে কাস্টম নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে চ্যাট টোন ঠিক করে নিতে হবে।

৬. হোয়াটস অ্যাপে কতটা নেট ডাটা আপনি খরচ করবেন তা আপনি ঠিক করতে পারবেন। ‘সেটিংগস’-এ গিয়ে ‘ডাটা ইউসেজ’-এ ক্লিক করুন। তারপর প্রয়োজনমতো ডাটা ইউসেজ অপশনটি বেছে নিন।

৭. হোয়াটস অ্যাপ বন্ধুদের নম্বর আপনার নতুন ফোনে কার্যকর রাখতে চান? কনট্যাক্ট ব্যাক আপের মাধ্যমে নতুন ফোন, এমনকি নতুন নম্বরেও আপনার পুরনো কনট্যাক্টস আপনি অক্ষুণ্ন রাখতে পারবেন।
১৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে