এক্সক্লুসিভ ডেস্ক : গোপন থাকছে না আর গোপন কথা। ফাঁস হতে চলেছে ফোনের সব গোপন তথ্য। লন্ডনের এমস্পাই নামের একটি সংস্থা বিশেষ এক অ্যাপ্লিকেশন বাজারে আনতে চলেছে।
আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার সাথে প্রতারণা করছে কি-না তাও জানতে পারবেন আপনি। এই অ্যাপের সাহায্যে আপনার পার্টনারের ফোনের প্রতিটি কল, মেসেজ এবং ইমেল দেখতে পারবেন আপনি।
স্কাইপে এবং ফেববুকে তার ছবি বা ভিডিও দেখা যাবে। এমনকী তার মোবাইল কল পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন। এমন দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।
কম বয়সের ছেলেমেয়েদের অনৈতিক কাজকর্মের ওপর নজর রাখতে বিশেষ কাজে লাগবে অ্যাপটি। আর বিশেষ অ্যাপটি আনা হয়েছে এসব কাজের সুবিধার্থে। এমন দাবি করেছে সংস্থাটি। সূত্র : ইন্টারনেট
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/